গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘দেশবাসীর উদ্দেশে একটা কথা বলতে চাই, প্রতিটি আন্দোলন সংগ্রামে এ দেশের কৃষক, শ্রমিক, ছাত্র-জনতা জীবন ও রক্ত দিয়েছে। আর এ দেশে গুণ্ডা, মাফিয়া, চাঁদাবাজ, দাঙ্গাবাজ, সন্ত্রাসী ও দখলদারেরা, সেই কারণে আমাদের বারবার রাজপথে এসে রক্ত দিতে হয়। কাজেই এবার রাষ্ট্র পরিচালনা করবে তরুণরা। তরুণ মেধাবীরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করবে। অন্তর্বর্তীকালীন সরকারে তরুণদের প্রতিনিধি থাকতে হবে।’
মঙ্গলবার কারাগার থেকে মুক্তি পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র-জনতার উদ্দেশে এসব কথা বলেন নুর।
তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। কোনো টালবাহানা চলবে না। অন্তর্বর্তীকালীন সরকার তিন মাসের বেশি সময় পাবে না। তিন মাসের বেশি সময় থাকলে তাদের মধ্যে ক্ষমতার খায়েশ জাগতে পারে। ফখরুদ্দিনের মতো খায়েশ জাগতে পারে। আর রক্ত ঝরাতে আমরা চাই না। অবাধ সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্র-জনতাকে সচেতন থাকতে হবে। পাড়া মহল্লায় খুঁজে খুঁজে ভালো মানুষটিকে রাজনীতিকে এগিয়ে দিতে হবে। কোনো চাঁদাবাজ মাফিয়াদের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।’
নুর বলেন, ‘আপনারা দেশের নাগরিক। এই রাষ্ট্র কারা পরিচালনা করবেন, তা ঠিক করবেন। সুতরাং আপনাদের বিবেককে জাগ্রত করতে হবে। কাদের কাছে এই দেশ নিরাপদ। কারা এই দেশকে সংস্কার করে নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে। আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের জন্য গণঅধিকার পরিষদ রাজনৈতিক দলের জন্ম দিয়েছি। এই পরিবারতান্ত্রিক ও দুর্বৃত্তদের রাজনীতির বিপরীতে গণমানুষের গণআকাঙ্ক্ষার রাজনীতি প্রতিষ্ঠা করতে ত্যাগ শিকার ও নির্যাতিত হচ্ছি।’
এই নেতা বলেন, ‘জাতীয় সংহতি প্রতিষ্ঠায় সকলে কাঁধে কাঁধ রেখে কাজ করব। ভারতের হিন্দুবাদী মোদি সরকার এই দেশে হিন্দুদের ওপর আক্রমণ চালিয়ে সাম্প্রদায়িকতার খেলা খেলে বিশ্ববাসীকে দেখাতে চাইবে যে, এ দেশের মুসলমানরা উগ্র, ক্ষমতা মৌলবাদীরা দখল করেছে, হিন্দুদের ওপর হামলা চালাচ্ছে। কাজেই আপনার আমার নৈতিক দায়িত্ব সংখ্যালঘু মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।’
তিনি আরও বলেন, ‘থানার পুলিশ ভ্যান আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে কেনা। এই বিশ্ববিদ্যালয়, সরকারি স্থাপনা আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে কেনা। এগুলো নষ্ট করা যাবে না। এগুলো যারা নষ্ট করছে তাদেরকে রুখে দিতে হবে। সবশেষ নিহত ভাইদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করুক।’
More Stories
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
নির্বাচিত হলে পুরোনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করব না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই জোট, এই ঐক্যকে নির্বাচিত...
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে...
ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার সঙ্গে সংস্কারের পক্ষে গণভোটে হ্যাঁ-তে রায় দেওয়ার জন্য আহ্বান...
গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় গণভোটকে কেন্দ্র করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষে কোনো ধরনের প্রচার-প্রচারণায় অংশ নেওয়া থেকে...
জামায়াত আমাদের ব্যবহার করতে চেয়েছিল: মুফতি রেজাউল করিম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘জামায়াতসহ ৮ দলীয় জোট গঠন করে আমরা এগুচ্ছিলাম। কিন্তু পরবর্তীতে...
