লস এঞ্জেলেসে অনুষ্ঠিত কবিতা সম্মেলন ২০২৪ এ প্রথম শিশুতোষ মূকাভিনয়ের উপর প্রকাশিত বই মূক ভাষায় ‘মূকাভিনয়ের আদর্শলিপি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটির মোড়ক উন্মোচন করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক, একুশে পদকপ্রাপ্ত জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।
স্থানীয় সময় শনিবার চার্চ অব সায়েন্টোলজির লেবানন হলে এ কবিতা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কন্সুলেট জেনারেল অব লস এঞ্জেলেস সামিয়া আঞ্জুম।
‘মূকাভিনয়ের আদর্শলিপি’ বইটি লিখেছেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। এটি প্রথম মূক ভাষায় শিশুতোষ মূকাভিনয়ের হাতে খড়ি।
বইটি বাংলা ও ইংরেজি দু’ভাষাতেই শিশুদের উপযোগী করে তৈরি করা হয়েছে। যা শিশুদের মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন লেখক কাজী মশহুরুল হুদা।
অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, ‘মূকাভিনয় নিয়ে হুদার কর্মকাণ্ড চোখে পড়ার মত। প্রবাসে থেকেও তার চেষ্টা আমাকে দারুণভাবে আন্দোলিত করে। সে সব সময়ই চেষ্টা করছে শিল্পটিকে কিভাবে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া যায়। তার এই বই একটি অনন্য সৃষ্টি হবে, এটা আমি মনে করি। কারণ শিশুরা তাদের মানসিক বিকাশের পাশাপাশি এই বই থেকে আনন্দ খুঁজে পাবে।’
কাজী মশহুরুল হুদা বলেন, ‘মূকাভিনয় নিয়ে দেশে বহু বছর ধরে কাজ হচ্ছে। কিন্তু আমি মনে করি এখনও মানসম্মত চর্চার অভাব রয়েছে। এর বড় কারণ শিশুদের মধ্যে এ শিল্পের বিকাশ সম্ভব হয়নি। আমাদের প্রচেষ্টা নিজস্ব জাতিসত্তার মধ্য দিয়ে শিল্পটিকে একটি জায়গা করে দেওয়া। এ ক্ষেত্রে নতুন প্রজন্ম থেকেই শুরু করতে হবে। ‘মূকাভিনয়ের আদর্শলিপি’- শিশুদের মূকাভিনয়ে আগ্রহ সৃষ্টিতে কাজে আসবে।’
তিনি আরও বলেন, ‘এটি শিশুদের উপযোগী করে লেখা। এরপর প্রকাশিত হবে ‘কিশোরদের মূকাভিনয় শিক্ষা’। তারপর ধাপে ধাপে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত মূকাভিনয়ের বই প্রকাশের কাজ চলছে। আর এ কাজে সহযোগীতা করে যাচ্ছে ‘বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র’।’
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
