ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, যেই লোক মরা নদীকে উদ্ধার করে স্পিড বোট চালাতে পারে তাকে কোনো কিছুর ভয় দেখিয়ে লাভ নাই। মাত্র ৫ মাসের ব্যবধানে মরা নদীকে পরিষ্কার করে আজ স্পিড বোট চালু হয়েছে। এজন্য দরকার ছিল শুধু আমাদের একটু ইচ্ছা শক্তির।
শনিবার সন্ধ্যায় চুনারুঘাটের পুরাতন খোয়াই নদী পরিষ্কার শেষে আনুষ্ঠানিকভাবে লেকের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জমকালো আয়োজন আর আতশবাজির মধ্যে উদ্বোধন করা হয়।
ব্যারিস্টার সুমন বলেন, সারা বাংলাদেশের কোনো এলাকায় এত সম্পদ নাই, যে পরিমাণ সম্পদ আমাদের চুনারুঘাটে আছে। চুনারুঘাটের একটা ছেলেও লাখ লাখ টাকা খরচ করে বিদেশ যেতে হবে না। আমরা বিদেশ গিয়ে কেন পরের গোলামি করব। এই উপজেলায় পাঁচতারকা হোটেল হবে, আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। এখানকার সব ছেলে মেয়েরা কাজের সুযোগ পাবে এসব পর্যটন এলাকায়।
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, আসুন আমরা সকলে দলীয় ভেদাভেদ ভুলে চুনারুঘাটকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলি। আমি যতদিন বেঁচে আছি ততদিন চুনারুঘাটে কোনো অন্যায় আমি হতে দেব না। আগামী পাঁচ বছর পর আমার প্রধানমন্ত্রীর কাছে সোনার বাংলা গড়ার একটি ধারণা তুলে ধরব।
প্রসঙ্গত, হবিগঞ্জ-৪ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ব্যারিস্টার সুমন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। নির্বাচনের আগে পুরাতন খোয়াই নদীকে দূষণ ও দখলমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পরদিনই নিজ উদ্যোগে তার কর্মী-সমর্থকদের দিয়ে নদীতে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে কাজ শুরু করেন তিনি।
More Stories
‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট...
হাসপাতালে হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১২ ডিসেম্বর)...
বেঁচে থাকলেও হাদির অবস্থা খুবই সংকটাপন্ন: ডা. জাহিদ রায়হান
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান বলেছেন, ‘গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। ক্রিটিক্যাল...
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
১৮ বছরের দীর্ঘ প্রবাসজীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর)...
কাঙ্খিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু: মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম: প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা...
