তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান রাজনীতি থেকে অবসর নেয়ার কথা জানিয়েছেন। শুক্রবার (৮ মার্চ) তিনি বলেছেন, মার্চের দেশটির স্থানীয় নির্বাচনই হবে তার শেষ নির্বাচন। খবর এএফপির।
আগামী ৩১ মার্চ তুরস্কে স্থানীয় নির্বাচন। নির্বাচন সামনে করে দলের প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন এরদোয়ান। শুক্রবার (৮ মার্চ) তুরস্কের ঐতিহাসিক ইস্তাম্বুল শহরে প্রচারণা চালান তিনি।
সেখানেই তিনি এমনটি উল্লেখ করেন যে, তিনি আর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন না। সমর্থকদের উদ্দেশে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আইন অনুযায়ী আগামী ৩১ মার্চের নির্বাচনই হবে আমার শেষ নির্বাচন।
তার এ কথার মধ্যদিয়ে তার প্রায় তিন দশকের সক্রিয় রাজনৈতিক জীবন শেষ হতে যাচ্ছে। এরদোয়ান গত দুই দশক ধরে প্রথমে প্রধানমন্ত্রী এরপর রাষ্ট্রপ্রধান হিসেবে তুরস্ক শাসন করছেন।
এক সময়ের তুখোড় ফুটবল খেলোয়াড় এরদোগানের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় নব্বইয়ের দশকের মাঝামাঝি। ১৯৯৪ সালে তিনি ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৯৮ সাল পর্যন্ত।
এরপর এরদোয়ান বর্তমানে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) প্রতিষ্ঠা করেন। ২০০৩ সালে তিনি প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
২০১৪ সালে এরদোয়ান প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত বছর তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০২৮ সালে তার মেয়াদ শেষ হবে।
উল্লেখ্য, ২০০২ সালে একেপি পার্টি ক্ষমতায় আসার পর থেকে এরদোয়ান একজন অপরাজেয় নেতা হিসেবে খ্যাতি গড়ে তুলেছেন। তবে ২০১৯ সালে ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার মেয়র পদ হারায় তার দল। গত মে মাসে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে গড়িয়েছে।
More Stories
সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি অভিবাসী আটক
সৌদি আরবে আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চলা অভিযানে এক সপ্তাহে ২২ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে দেশটি।...
ওমরাহতে যাওয়ার আগে রিটার্ন টিকিট বাধ্যতামূলক করলো সৌদি
এখন থেকে সৌদি আরবে ওমরাহ করতে গেলে রিটার্ন টিকিট কাটতে হবে ও যাত্রার সময় চেক-ইন কাউন্টারে ফিরতি টিকিট দেখানো বাধ্যতামূলক...
হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে যা বললেন ভলকার তুর্ক
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেছেন, বাংলাদেশে পূর্ববর্তী সরকারের অধীনে জোরপূর্বক গুম ও নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করা...
হাসিনার দশা হলো মাদাগাস্কারের প্রেসিডেন্টের
আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছে ফরাসি রেডিও আরএফআই। প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল...
বিজ্ঞানের ‘সমতার শক্তিতে’ ফিলিস্তিনি শরণার্থী থেকে নোবেল জয়
জর্দানে ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সন্তান হিসেবে একদমই সাধারণ পরিবেশে জন্ম নেওয়া রসায়নে নোবেল বিজয়ী ওমর এম ইয়াগি বুধবার বিজ্ঞানের ‘সমতার...
স্ত্রীর চিৎকারে ভেবেছিলেন ভালুক, পরে শোনেন নোবেল জিতেছেন
মন্টানার রকি পর্বতমালায় ক্যাম্পিং ও হাইকিং করছিলেন প্রফেসর ফ্রেড র্যামসডেল। হঠাৎ স্ত্রীর চিৎকার শুনে ভাবেন, হয়তো ভালুক এসেছে। কিন্তু পরে...
