Read Time:1 Minute, 43 Second

সৌদি আরবে ১৭ হাজার ৮৯৬ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করায় শনিবার (৩ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজের

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীদের মধ্যে ১০ হাজার ৮৭৪ জনকে আবাসিক আইন ভঙ্গের দায়ে, ৪ হাজার ১২৩ জনেক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে এবং ২ হাজার ৮৯৯ জনকে শ্রম আইনে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৯৩৭ জনে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ২৯ শতাংশ ইয়েমেনি, ৬৯ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের।

এদিকে অবৈধভাবে সৌদি থেকে অন্য দেশে প্রবেশের দায়ে ৪৮ জনকে আটক করা হয় এবং পরিবহন আইন ভঙ্গের দায়ে গ্রেপ্তার করা আটক করা হয়েছে আরও ৭ জনকে।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জানিয়েছে, অবৈধভাবে সৌদিতে বসবাস করলে তাকে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানারও বিধান রাখা হয়েছে।

যদি কেউ সৌদি আরবের আইন লঙ্ঘন করে তাহলে তাকে ধরিয়ে দিতে টোল ফ্রি নম্বর ৯১১, ৯৯৯ এবং ৯৯৬ এ ফোন দিতে বলা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আন্দোলনের ঢেউয়ে সরকার পালানোর সুযোগ পাবে না: ইসলামী আন্দোলন
Next post শেখ হাসিনাকে বাইডেনের চিঠি, ‘সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ’
Close