২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ভোট ডাকাতি করেছেন দাবি করে চট্টগ্রামের লোহাগাড়ার এক আওয়ামী লীগ নেতার দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা নামের ওই নেতাকে বলতে শোনা যায়, ‘আমি একটি কথা বলতে চাই। আমরা ২০১৪ সালের নির্বাচনে ভোট ডাকাতি করেছি, সোজা কথা। আমরা এমনিতে আসিনি। ২০১৮ সালে আমরা ভোট ডাকাতি করেছি। ‘এখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বারবার বলেন, ‘‘আমাদেরকে বহির্বিশ্বে চাপ দিচ্ছে। আমাদের একজনের গা-পায়ে আরেকজন না বাজে (লাগে), আমাদের সোজা লাইন ধরে ভোট দিতে হবে। এটি বহির্বিশ্বকে দেখাতে হবে।’
রোববার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম-১৪ সাতকানিয়া-লোহাগাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের নির্বাচনী কার্যালয় (বড়হাতিয়া) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন রোনা।
২০১৪ ও ২০১৮ সালে এই আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী জয়ী হন। এবারও আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান নদভী। ২০১৪ সালে বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ না নিলেও ২০১৮ সালে নদভীর প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের আ ন ম শামসুল ইসলাম।
চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা আগে নদভীর অনুসারী ছিলেন। তবে দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে তিনি এবার নেতা বদলিয়েছেন। রিটন স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেবের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। মোতালেবের পক্ষে মানুষজনকে উদ্বুদ্ধ করতে গিয়ে তিনি এই বক্তব্য দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
বক্তব্যের বিষয়ে জানতে রিটন বড়ুয়ার ব্যক্তিগত মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিতর্ক তৈরি হলে তিনি মুঠোফোন বন্ধ রাখছেন।
তবে রিটন বড়ুয়ার ছড়িয়ে পড়া বক্তব্যের ভিডিওটি এডিট করা বলে দাবি করেছেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী। তিনি বলেন, ‘রিটন বড়ুয়া আসলে ২০১৪ সালে বিএনপি-জামায়াতের ভোটে বাঁধা দিতে আসলে তা প্রতিহত করার কথা বলেছেন। ২০১৮ সালেও বিএনপি-জামায়াত ভোট ডাকাতির চেষ্টা করলে তা প্রতিহত করার কথা বলেছেন রিটন।’
More Stories
উগ্রবাদীদের সাথে সরকারের একটি অংশ মিলে হিন্দুদের উচ্ছেদে চেষ্টা চালাচ্ছে: চিন্ময় কৃষ্ণ দাস
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অভিযোগ করেছেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে যেখানেই আন্দোলন হয়েছে, সেখানেই...
আ.লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে...
গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না। বিশ্বের কোথাও গুমের সঙ্গে জড়িতরা...
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামায়াত আমির
সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে জামায়াতে ইসলামী ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির...
শাহজাহান ওমরের হুংকার, ‘আমি আবারও এমপি-মন্ত্রী হব’
গ্রেপ্তারের পর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর হুংকার দিয়ে বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার...
মুহাম্মদ ইউনূসকে যেতে দেবেন না, ধরে রাখুন : শফিক রেহমান
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কাজ করতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, “তাকে...