Read Time:2 Minute, 39 Second

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে না গিয়ে ওইদিন পরিবারকে সময় দিন। নির্বাচন বর্জন করুন।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সম্মিলিত শ্রমিক পরিষদের এক গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‌‘ভোটকেন্দ্রে যাবেন না, বরং এ সময়টা ছেলেমেয়েদের সঙ্গে কাটাতে পারেন, নাতি-নাতনিতে সঙ্গে কাটাতে পারেন। আমরা শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন করার পাশাপাশি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছি। দেশের স্বার্থে এই নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে আপনারা (শ্রমিকরা) অংশ নেবেন—এই অনুরোধ থাকল।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ এই শ্রমিক নেতা বলেন, ‘এটা কি নির্বাচন, না রসিকতা? এগুলোর কোনো মানে হয়। আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, এই রসিকতা, এই খেলার কোনো দরকার নেই।’

তিনি আরও বলেন, ‘সরকার দাবি আদায়ে আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালাচ্ছে। এ থেকে মুক্তি পেতে সবাইকে এক হয়ে নামতে হবে, নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে হবে। রাজপথে না নামলে দাবি কেউ আদায় করে দেবে না, রাজপথে নামলেই দাবি আদায় সম্ভব।’

আলোচনায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, ভাসানী অনুসারি পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের নূরুল হক নূর, জেএসডির মোশারেফ হোসেন মন্টু, বিএনপির ফজলুর রহমান, ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী আকনসহ বিভিন্ন দলের শ্রমিক নেতারা বক্তব্য রাখেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকালে যুবক আটক
Next post বিএনপি একটি পরগাছা, রাজনীতি থেকে তাদের মুছে ফেলতে হবে: ওবায়দুল কাদের
Close