দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির চার দিনে রেকর্ড প্রায় ১৭ কোটি টাকা আয় করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। মঙ্গলবার এই কার্যক্রম শেষ হয়েছে। গত শনিবার শুরু হওয়া এই কার্যক্রমে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।
দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের মনোনয়ন চূড়ান্ত করা হতে পারে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।
এবার আওয়ামী লীগের হয়ে প্রতিটি আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১ জন করে। মনোনয়ন ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা; যা অন্য যেকোনো সময়ে মনোনয়ন ফরম বিক্রি থেকে আসা আয়ের চেয়ে বেশি। এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। ফলে আয়ও বেশি হয়েছে।
এর আগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ৪ হাজার ১০০-এর বেশি মনোনয়ন ফরম বিক্রি করে ১২ কোটি ৩২ লাখ টাকার বেশি আয় করেছিল। সে হিসাবে এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম আগের বারের চেয়ে ৬৬১টি কম বিক্রি হয়েছে।
এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেট দলের অধিনায়ক, সিনেমার তারকা, সাবেক আমলা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি), বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাষ্ট্রপতির পুত্র, সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, ব্যবসায়ী, ফেসবুক সেলিব্রেটিরা।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
