Read Time:2 Minute, 26 Second

চলতি বছরের শেষে ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণ হবে। তবে অদূর ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সংলাপে বসার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, গত কয়েক মাসে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে ইউক্রেন সুবিধা করতে পারেনি। মস্কো কিয়েভের ওপর আধিপত্য বিস্তার করে ফেললে বিশ্ব নতুন একটি সাম্রাজ্যবাদী ক্ষমতা দেখতে পাবে। এতে সোভিয়েত ইউনিয়নের সাবেক রাষ্ট্রগুলোসহ রাশিয়ার প্রতিবেশী অনেক দেশ বিপদের মুখ দেখবে বলেও মন্তব্য করেন তিনি।

ম্যাক্রোঁ ডিসেম্বরের যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে সামরিক শক্তি পাঠানো অব্যাহত রাখতে জোর দেন।

গত জুন মাস থেকেই রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়ে আসছে ইউক্রেন। তবে এই যুদ্ধে দেশটি কোনোভাবেই সফলতার মুখ দেখতে পারেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু জানান, এখন পর্যন্ত যুদ্ধে ইউক্রেনের ৯০ হাজার সামরিক-বেসামরিক কর্মকর্তা, ৬০০ ট্যাংক, ১ হাজার ৯০০ সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।

ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর মধ্যেও দ্বন্দ্ব বেড়ে চলেছে। পরিস্থিতি বিবেচনা করে গত সপ্তাহে রাশিয়াকে ছাড় দিয়ে মধ্যস্থতা করতে ইউক্রেনকে আহ্বান জানায় পশ্চিমা দেশগুলো। গত বছর ম্যাক্রোঁও শর্তসাপেক্ষে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সংলাপে বসতে আহ্বান জানান। তবে বরাবরই এসব প্রস্তাব উপেক্ষা করে আসছে ইউক্রেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশ
Next post প্রয়োজনে বাবার মতো বুকের রক্ত দিতেও আমি প্রস্তুত : প্রধানমন্ত্রী
Close