ইসরায়েল-গাজায় চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজে ‘৬০ মিনিট ওভারটাইম’ শোতে সাক্ষাৎকার দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই অঞ্চলে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।
সাক্ষাৎকারে ইসরায়েল ও গাজায় মার্কিন ভূমিকার বিষয়ে কমলা হ্যারিস বলেন, বাইডেন প্রশাসন এই অঞ্চলে সংঘাত যাতে বাড়তে না পারে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করছে। গত দুই সপ্তাহে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র, রকেট এবং ড্রোন হামলা করেছে। তারা উভয়েই ইরান সমর্থিত গোষ্ঠী। এমনকি তারা ইরাক এবং সিরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের ওপরেও গুলি চালিয়েছে।
এর জবাবে সিরিয়ায় ইরানি অস্ত্র স্থাপনার ওপর বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। পেন্টাগন এই অঞ্চলে দুটি বিমানবাহী স্ট্রাইক গ্রুপও মোতায়েন করেছে। তবে কমলা হ্যারিস বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল বা গাজায় যুদ্ধ সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা করছে না।
ইসরায়েলের পাশাপাশি ইউক্রেন, বন্দুক সহিংসতা এবং ২০২৪ সালের নির্বাচন নিয়ে কমলা হ্যারিস বলেন, হামাসের হামলার পর থেকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে কথা বলেছেন তিনি। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সঙ্গে বাইডেন যখন ফোনে কথা বলেছেন সেখানেও তিনি উপস্থিত ছিলেন।
ইউক্রেন যুদ্ধে নিয়ে হ্যারিস বলেন, তিনি এবং বাইডেন সম্পূর্ণ একমত যে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইসরায়েল ও ইউক্রেনের পাশে দাঁড়াতে হবে। কারণ দুটি দেশই গণতান্ত্রিক এবং তারা যুদ্ধের মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইউক্রেনকে আড়াল করে দিচ্ছেনা বলেও জানান তিনি।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা ইউক্রেনের প্রতি ততটাই প্রতিশ্রুতিবদ্ধ যতটা আমরা সবসময় রাশিয়ার অপ্রীতিকর আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য অতিরিক্ত সাহায্য অনুমোদন করে এসেছি। এই অবস্থানের কোনো পরিবর্তন হবে না।’
More Stories
বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এমন...
বন্ধুত্ব টেকেনি মোদির, ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাঁর বন্ধু। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিনেতা মোদি, তাঁর নেতাকর্মী...
ট্রাম্প-নীতির তীব্র নিন্দা জানিয়ে যা বললেন হিলারি
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘বোকামিপূর্ণ ক্ষমতা’ প্রদর্শন নীতির কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক...
৩০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়ায় প্রায় তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭...
‘রমজান মুবারক’, যতদিন প্রেসিডেন্ট আছি আপনাদের পাশে থাকব: ট্রাম্প
সারা বিশ্বের মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে হোয়াইট হাউসে বৃহস্পতিবার (২৭...
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম...