Read Time:2 Minute, 12 Second

সাপকে বিশ্বাস করা গেলেও বিএনপি-জামায়াতকে যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

রোববার (২২ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপি-জামায়াতকে যায় না। কারণ ২০১৪ সালে তারা অগ্নিসন্ত্রাস করেছে। আন্দোলনের নামে সারাদেশে তাণ্ডব চালিয়েছে। এখন সারাদেশের এত উন্নয়ন তাদের ভালো লাগে না। তারা আবার ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, আগামী ২৮ অক্টোবর বিএনপি যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে হবে। স্বপ্ন দেখে লাভ নেই। বিএনপি ঢাকায় সারাদেশ থেকে যে সন্ত্রাসীদের ঢুকিয়েছে, ঢাকাবাসীর শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য তাদের মোকাবিলা করে হাত-পা ভেঙে দেওয়া হবে।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ২৮ তারিখ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে ১০ লাখ লোকের সমাগমের মাধ্যমে বিএনপির কবর রচনা করা হবে।

তিনি বলেন, নগরের প্রত্যেকটা ইউনিট-ওয়ার্ডের নেতাকর্মীদের আরামের ঘুম হারাম করে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যেতে হবে। বিএনপি এবং তাদের আন্তর্জাতিক মুরুব্বিরা দেশে অচলাবস্থা তৈরি করতে চায়। তারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। বিএনপিকে মোকাবিলার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post হিজবুল্লাহ যুদ্ধে জড়ালে ইরানে হামলা চালাবে ইসরায়েল
Next post দণ্ড বাতিল না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই : হাইকোর্ট
Close