Read Time:4 Minute, 58 Second

ইসরায়েল-গাজা যুদ্ধের পঞ্চম দিনে মৃতের সংখ্যা প্রায় ৩ হাজার ৬০০ জনে পৌঁছেছে। ভয়াবহ এই যুদ্ধে ইসরায়েলের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবানন থেকে সীমান্ত পেরিয়ে ইসরায়েলের আকাশসীমায় ‘সন্দেহজনক অনুপ্রবেশের’ ঘটনা ঘটেছে। প্যারাগ্লাইডার ব্যবহার করে হিজবুল্লাহর অনেক সদস্য ইসরায়েলে ঢুকে পড়েছে।

এর ফলে লেবানন থেকে ইসরায়েলে বড় ধরনের হামলার শঙ্কা দেখা দিয়েছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড উত্তরাঞ্চলীয় বেত শিন, সাফেদ এবং টাইবেরিয়াস শহরের বাসিন্দাদের লেবাননের সীমান্তের কাছে ‘বড় ধরনের হামলার’ আশঙ্কায় ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে।

এছাড়া ইসরায়েলের উত্তর সীমান্তের বেশ কিছু শহর ও গ্রামে রকেট সাইরেনও বেজে উঠছে। এর আগে, ইরান-সমর্থিত লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানায়, তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মঙ্গলবার লেবানন-ইসরায়েল সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে হিজবুল্লাহর তিন সদস্য নিহত হয়। এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলের উত্তরাঞ্চলে একের পর এক রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ।

দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলা
এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তারা ইহুদিবাদী (ইসরায়েলি) অবস্থানকে লক্ষ্যবস্তু বানিয়েছে… জায়নবাদী হামলার দৃঢ় জবাব দিতে নিশানায় নির্ভুল আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্ত লাগোয়া এলাকায় হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহর রকেট হামলার জবাবে দক্ষিণ লেবাননে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার সীমান্ত লাগোয়া দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি পর্যবেক্ষণ চৌকিতে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, বুধবার ইসরায়েলি শহর আরব আল-আরামশের উত্তরের একটি অবস্থানে ট্যাঙ্ক-বিরোধী গোলা দিয়ে লক্ষ্যবস্তু করায় তারা লেবাননে হামলা চালিয়েছে। তবে এই হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি ইসরায়েলি বাহিনী।

লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে, হিজবুল্লাহ ইসরায়েলে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলকে শপথের শত্রু হিসেবে মনে করে হিজবুল্লাহ।

দক্ষিণ লেবাননের শহর রামিশের বাসিন্দারা বলেছেন, ইসরায়েলি গোলা সীমান্তের কাছাকাছি এলাকায় আঘাত হেনেছে। সেখানকার একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, ইসরায়েলের আরব আল-আরামশে শহর লাগোয়া সীমান্তের অপরপ্রান্তে লেবাননের ধইরার আশপাশের রকেট উৎক্ষেপণ স্থলগুলোতে ইসরায়েলি গোলা আঘাত করছে।

আক্রান্ত লেবাননের শহরগুলোর বাসিন্দারা বলেছেন, সাম্প্রতিক সহিংসতা ২০০৬ সালের গ্রীষ্মের স্মৃতি ফিরিয়ে এনেছে। ওই সময় ইরান-সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েল মাসব্যাপী নৃশংস যুদ্ধে লিপ্ত হয়েছিল।

লেবাননের স্থানীয় টেলিভিশন চ্যানেল আল-জাদিদ ধইরার কিছু বাড়ি ও কৃষি জমির কাছের একটি জঙ্গল থেকে সাদা ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে পড়ার ছবি সম্প্রচার করেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post কোনো ষড়যন্ত্রকে ভয় পাই না : প্রধানমন্ত্রী
Next post নির্বাচন নিয়ে মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে যে কথা হলো আইনমন্ত্রীর
Close