প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সবকিছুর বিকল্প আছে। ডিম যখন বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন, বহুদিন থাকবে। নষ্ট হবে না।’
মঙ্গলবার গণভবনে ব্রিকস সম্মেলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম প্রশ্ন করেন, নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যে সিন্ডিকেট করে ১৫-২০ দিনের গ্যাপে জনগণের পকেট থেকে অনেক টাকা নিয়ে যাওয়া হয়। এটি কয়েক বছর ধরেই চলছে। সিন্ডিকেটের কথা দায়িত্বশীল মন্ত্রীরাও বলেন যে, সেই জায়গাটায় হাত দেওয়া যায় না। তারা বলেন, এখানে হাত দিতে গেলে বিপদ আছে। নিত্যপণ্যের এই মৌসুমি ব্যবসায়ীদের নিরস্ত্র করার, তাদের প্রতিরোধ করার বা মৌসুমি ব্যবসা থেকে তাদের বিরত রাখার ব্যাপারে সরকার কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করবে কি না।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিপদ আছে, কে বলেছে আমি জানি না। আমরা তো সঙ্গে সঙ্গে যখন হয়, তখন তো ব্যবস্থা নিয়ে থাকি।’
এ সময় সাইফুল আলম বলেন, ‘দুজন মন্ত্রী বলেছেন, এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না।’ তখন শেখ হাসিনা বলেন, ‘কে বলেছে?’ জবাবে যুগান্তর সম্পাদক বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেছেন।’ এরপর প্রধানমন্ত্রী বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেছে, আমি বাণিজ্যমন্ত্রীকে ধরব তো।’
সাইফুল আলম বলেন, ‘বাণিজ্যমন্ত্রী বলেছেন, সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। পেঁয়াজ এক রাতে ২০ টাকা বেড়ে যাবে, এটা তো সম্ভব না।’ জবাবে শেখ হাসিনা বলেন, ‘ঠিক আছে, আমি বাণিজ্যমন্ত্রীকে ধরতেছি।’
সিন্ডিকেটের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা সব সময়, বাংলাদেশে একটা শ্রেণি আছে। আমাদের খাদ্যপণ্য নিয়ে কয়েকটা হাউস আছে, যারা ব্যবসা করে। তারা যখনই আর্টিফিসিয়ালি দাম বাড়ায়, আমরা তো সাথে সাথে সেটা আমদানি করি অথবা বিকল্প ব্যবস্থা আমরা করি যাতে তারা বাধ্য হয় দাম কমাতে। সাথে সাথে আমরা ব্যবস্থা তো নেই। কাজেই সিন্ডিকেট থাকলে, সিন্ডিকেট ভাঙা যাবে না এটা তো কোনো কথা না। কে কত বড় শক্তিশালী সিন্ডিকেট আমি জানি না। ঠিক আছে আমি দেখব এটা, কি ব্যবস্থা করা যায়।’
More Stories
উগ্রবাদীদের সাথে সরকারের একটি অংশ মিলে হিন্দুদের উচ্ছেদে চেষ্টা চালাচ্ছে: চিন্ময় কৃষ্ণ দাস
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অভিযোগ করেছেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে যেখানেই আন্দোলন হয়েছে, সেখানেই...
আ.লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে: নুর
আওয়ামী লীগের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে...
গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গুমের সঙ্গে জড়িত কেউ রাজনীতিতে ফিরতে পারবে না। বিশ্বের কোথাও গুমের সঙ্গে জড়িতরা...
আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামায়াত আমির
সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে জামায়াতে ইসলামী ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন দলটির আমির...
শাহজাহান ওমরের হুংকার, ‘আমি আবারও এমপি-মন্ত্রী হব’
গ্রেপ্তারের পর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর হুংকার দিয়ে বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার...
মুহাম্মদ ইউনূসকে যেতে দেবেন না, ধরে রাখুন : শফিক রেহমান
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কাজ করতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, “তাকে...