Read Time:2 Minute, 13 Second

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করছে ইতালি আওয়ামী লীগ। এবার প্রধানমন্ত্রীকে ‘ঐতিহাসিক গণসংবর্ধনা’ দিয়ে ইউরোপে উদাহরণ সৃষ্টি করতে চান দলটির নেতাকর্মীরা।

আগামী ২৫ জুলাই ইতালির রোমে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর এই গণসংবর্ধনা। হোটেল পার্কো দ্য প্রিন্সিপালের বল রুমে অনুষ্ঠিত হবে এই সংবর্ধনা। সেখানে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে দলটির নেতাকর্মীরা অংশ নেবেন।

ইতালি আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য এই আয়োজনের প্রস্তুতি সভায় এ কথা জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া। রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মাহতাব হোসেন। সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। বর্ণাঢ্য ওই গণসংবর্ধনাকে সফল করতে সভায় বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন নেতাকর্মীরা। বিশেষ করে দলীয় শৃঙ্খলা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, গণসংবর্ধনাকে সমগ্র ইউরোপে একটি উদাহরণ হিসেবে উপস্থাপন করতে চান তারা।

প্রস্তুতি সভায় বক্তব্য দেন ইতালি আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আবু সাঈদ খান, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক হোসনে আরা কিবরিয়াসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Next post সিডনিতে জামালপুর-শেরপুর অ্যাসোসিয়েশনের পিঠা উৎসব
Close