Read Time:2 Minute, 25 Second

একুশে পদকের মনোনয়ন প্রস্তাব আহ্বান
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জীবিত/মৃত ব্যক্তি, গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থার পক্ষ থেকে একুশে পদক ২০২৪-এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। আগামী ৩১ অক্টোবরের মধ্যে মন্ত্রণালয়ে মনোনয়ন প্রস্তাব পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতিমালা অনুযায়ী অন্যান্য বছরের মতো ২০২৪ সালে ভাষা আন্দোলন, শিল্পকলা (সংগীত, নৃত্য, অভিনয় ও চারুকলা), মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, গবেষণা, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থনীতি, সমাজসেবা, রাজনীতি, ভাষা ও সাহিত্য এবং সরকার নির্ধারিত অন্য কোনো ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি (জীবিত/মৃত), গোষ্ঠী, প্রতিষ্ঠান ও সংস্থাকে একুশে পদক দেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত রয়েছে।

এ লক্ষ্যে সরকারের সব মন্ত্রণালয়/বিভাগ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দফতর/সংস্থা, সব পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সব জেলা প্রশাসক এবং স্বাধীনতা পদক/একুশে পদকে ভূষিতদের চলতি বছরের ৩১ অক্টোবরের মধ্যে মনোনয়ন প্রস্তাব সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানানো যাচ্ছে।

এ সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি ও একুশে পদক নীতিমালা এবং মনোনয়ন প্রস্তাবের ফরম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post শামীম ওসমান ইস্যুতে যা জানাল মার্কিন পররাষ্ট্র দপ্তর
Next post ‘বাংলাদেশকে একটা মগের মুল্লুক পাইছে’ পররাষ্ট্রমন্ত্রী
Close