সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ১৮ ও ১৯ জুলাই ঢাকাসহ দেশের মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, ঢাকায় আগামী ১৮ জুলাই গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালিত হবে। এদিন সারাদেশের মহানগর ও জেলা শহরেও পদযাত্রা হবে। পরদিন ১৯ জুলাই ঢাকায় উত্তরার আব্দুল্লাহপুর থেকে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে অনড় আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখনও সময় আছে; এক দফার কর্মসূচির আগে পদত্যাগ করুন। তা না হলে পালানোর রাস্তা পাবেন না।’
১৮ ও ১৯ জুলাইয়ের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা হচ্ছে প্রাথমিক কর্মসূচি। এর পরও যদি আঙুলে ঘি না ওঠে, তাহলে কী করে ওঠাতে হয়– এ দেশের মানুষ তা জানে।’
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে সফল করার ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, ত্যাগ ছাড়া কোনো অর্জন হয় না। এই সরকার প্রায় ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। কয়েক মাসে সহস্রাধিক নেতাকর্মীকে কারাগারে বন্দি করে রেখেছে।
প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নইলে এর পরিণতি শুভ হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনের সদস্যরা পবিত্র কোরআন ছুঁয়ে সংবিধানের যে শপথ নিয়েছেন সে মোতাবেক নিরপেক্ষ অবস্থান বজায় রাখুন।
মির্জা ফখরুল বলেন, লুটেরা অবৈধ আওয়ামী লীগ সরকার শত শত নেতাকর্মীকে গুম করেছে। সাবেক সংসদ সদস্য ও প্রতিবাদী ইলিয়াস আলীকেও তারা রেহাই দেয়নি। ঢাকার সাবেক কমিশনার চৌধুরী আলমসহ ছয় শতাধিক নেতাকর্মীকে তারা গুম করেছে। তাদের মায়ের বুক খালি করেছে। খুঁজে পাওয়া যায়নি। মা, মেয়ে, ছেলে, স্ত্রী-সন্তানদের কোল খালি এবং অসহায় করেছে। দলের নেতাকর্মীরা রাতে বাসায় ঘুমাতে পারে না। ছেলেদের চাকরি হয় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বিনা দোষে কারাগারে আটকে রেখেছে।
বিএনপি মহাসচিব বলেন, অবশ্যই নির্বাচন চাই। তবে ২০১৪, ২০১৮ সালে নির্বাচন খেয়ে ফেলেছেন। আর পারবেন না। পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ২০১৮ সালে দিনের ভোট রাতে করেছিলেন।
More Stories
সরকারকে আনু মুহাম্মদ: শুধু হুংকার নয়, দেশের জন্য ক্ষতিকর ভারতের সব প্রকল্প বাতিল করুন
বাংলাদেশে ভারত যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার যে উসকানি দিচ্ছে- তার বিরুদ্ধে আমাদের সদা জাগ্রত থাকতে হবে বলে জানিয়েছেন...
আত্মপ্রকাশ করছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল, নাম হতে পারে ‘জনশক্তি’
আগামী দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় বৈশিষ্ট্যে এই সংগঠন পৃথক...
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু: জানাজায় ড. ইউনূস
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রথম নামাজে জানাজা আজ (শুক্রবার) রাতে...
টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র...
গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
গুমের সঙ্গে জড়িত ২০ জন সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা...
ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি ছিল ‘যেমন খুশি তেমন সাজো’
অস্ত্র সাদৃশ্য বস্তু হাতে মুখমণ্ডল ঢাকা দুই ব্যক্তি এবং মাঝখানে মাইকে মুখমণ্ডল ঢাকা এক ব্যক্তির আরবি ভাষায় ভাষণ দেওয়া একটি...