আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। তাদের যেমন এক দফা, আমাদেরও দফা একটাই। বুধবার রাজধানীর গুলিস্তানে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের এক দফা, আমাদেরও একটাই দফা, সংবিধানসম্মত নির্বাচন। শেখ হাসিনাকে ছাড়া কোনো নির্বাচন নয়। শেখ হাসিনার আমলের নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যাদের হাতে রক্তের দাগ তাদের সঙ্গে কোানো আপোষ নয়, কোনো ডায়লগ নয়, কোনো আলোচনা নয়।’
ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের জনগণ যাকে পছন্দ করেন; যেই নেত্রীর সততা, উল্পুয়ন ও পরিশ্রমকে পছন্দ করেন এবং যেই নেত্রী সারারাত জেগে জেগে মানুষের কষ্ট দূর করার কথা চিন্তা করেন- সেই নেত্রীকে আমরা হারাতে চাই না। বিএনপির এক দফা। আমাদেরও এক দফা- সংবিধানসম্মত নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা এগিয়ে যাব। আমরা কাউকে বাধা দেব না, কাউকে আক্রমণও করব না।’
নয়াপল্টনে বিএনপির সমাবেশ ও এক দফা আন্দোলনের ঘোষণার উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি অনেক স্বপ্ন দেখেছিল। আজকেও তারা কাঁথা-বালিশ নিয়ে এসে অনেক চেস্টা করেছে। তাদের ডিসেম্বরের স্বপ্ন গোপীবাগের গরুর হাটে গিয়ে মারা গেছে। আজকে তারা আরেকটা স্বপ্ন দেখছে- শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকার। শেষ খবর পাওয়া পর্যন্ত, বিএনপির এই একদফার স্বপ্ন নয়াপল্টনের বিস্তৃত কাঁদাপানিতে আটকে গেছে।’
সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তার কাছে ভেসে যাবে। তাই তারা শেখ হাসিনাকে হিংসা করে, ঘৃণা করে। শেখ হাসিনার অপরাধ, তিনি দেশের উন্নয়ন করেছেন। শেখ হাসিনার অপরাধ, তিনি ২০৪১ সালে স্ট্মার্ট বাংলাদেশ গড়বেন।’
বিদেশিদের উদ্দেশে তিনি বলেন, ‘বিদেশি বন্ধু যারা ঢাকায় এসেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই- আপনাদের লক্ষ্য- অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আমাদের লক্ষ্যও সেটাই। তবে সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দিতে আসবে- তাদের আমরা প্রতিহত করব।’
সেতুমন্ত্রী বলেন, ‘খেলা হবে। বিএনপির বিরুদ্ধে খেলা হবে। ভোটচুরি, দুর্নীতি-লুটপাট, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে। আওয়ামী লীগের অধীনে নির্বাচন হবে। নির্বাচনে যখন বাধা দিতে আসবে আমরা রুখে দাঁড়াব। আওয়ামী লীগ যখন খেলতে নামবে, তখন তার সামনে কোনো অপশক্তি দাঁড়াতে পারবে না।’
More Stories
সরকারকে আনু মুহাম্মদ: শুধু হুংকার নয়, দেশের জন্য ক্ষতিকর ভারতের সব প্রকল্প বাতিল করুন
বাংলাদেশে ভারত যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, সাম্প্রদায়িকতার যে উসকানি দিচ্ছে- তার বিরুদ্ধে আমাদের সদা জাগ্রত থাকতে হবে বলে জানিয়েছেন...
আত্মপ্রকাশ করছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল, নাম হতে পারে ‘জনশক্তি’
আগামী দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল। বিদ্যমান দলগুলোর তুলনায় বৈশিষ্ট্যে এই সংগঠন পৃথক...
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যু: জানাজায় ড. ইউনূস
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রথম নামাজে জানাজা আজ (শুক্রবার) রাতে...
টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র...
গুমের সঙ্গে জড়িত কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
গুমের সঙ্গে জড়িত ২০ জন সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা...
ফেসবুকে ছড়িয়ে পড়া যশোরের ভিডিওটি ছিল ‘যেমন খুশি তেমন সাজো’
অস্ত্র সাদৃশ্য বস্তু হাতে মুখমণ্ডল ঢাকা দুই ব্যক্তি এবং মাঝখানে মাইকে মুখমণ্ডল ঢাকা এক ব্যক্তির আরবি ভাষায় ভাষণ দেওয়া একটি...