আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ষাঁড় উপহার দিয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কৃষক দম্পতি বুলবুল আহমেদ ও ইশরাত জাহান। প্রিয় বঙ্গবন্ধুকন্যাকে উপহার দেওয়ার জন্য তিন বছর ধরে তারা ষাঁড়টি লালন-পালন করে আসছেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান, সত্যিকারের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে কৃষক দম্পতি বুলবুল-ইশরাত প্রধানমন্ত্রীকে ষাঁড়টি উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে কৃষক দম্পতির গরু পালন ও উপহারের কথা জানান। এটি শুনে প্রধানমন্ত্রী অভিভূত হন এবং উপহার হিসাবে ষাঁড়টি গ্রহণ করতে রাজি হন। পাকুন্দিয়ার চরকাউনা গ্রামের বাসিন্দা বুলবুল আহমেদ ও ইশরাত জাহানকে তিনি (প্রধানমন্ত্রী) ধন্যবাদ জানান।
হাসান জাহিদ তুষার আরও জানান, প্রধানমন্ত্রীর ইচ্ছে ষাঁড়টি বুলবুল আহমেদের বাড়িতে থাকবে এবং কুরবানি হবে। কুরবানির মাংস দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণের অনুরোধও করেছেন তিনি। তুষার জানান, এ থেকে বোঝা যায়- দরিদ্র কখনোই ভালোবাসার বাধা হতে পারে না।
কৃষক বুলবুল আহমেদ জানান, প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য ২০২০ সালে নেত্রকোনা জেলা থেকে ক্রস ব্রাহমা জাতের ষাঁড়টি কিনে আমরা লালন-পালন করে আসছি। ‘আমার বাড়ি আমার খামার প্রকল্প’ থেকে ঋণ নিয়ে দুই লাখ ৫০ হাজার টাকায় ষাঁড়টি কিনেছি। গরুটি যাতে সুস্থ থাকে সেজন্য কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদে পাঁচ হাজার টাকা দান করারও মানত করেছি। প্রধানমন্ত্রীর প্রতি অনুরাগ ও ভালোবাসা থেকে এটি আমরা লালন-পালন করছি। উপহার গ্রহণ করতে রাজি হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি বুলবুল আহমেদ কৃতজ্ঞতা জানান। তিনি আরও জানান, ষাঁড়টি থেকে প্রায় ৮০০ কেজি মাংস পাওয়া যাবে।
More Stories
‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট...
হাসপাতালে হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান
ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার (১২ ডিসেম্বর)...
বেঁচে থাকলেও হাদির অবস্থা খুবই সংকটাপন্ন: ডা. জাহিদ রায়হান
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান বলেছেন, ‘গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। ক্রিটিক্যাল...
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
১৮ বছরের দীর্ঘ প্রবাসজীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর)...
কাঙ্খিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু: মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে বাংলাদেশের রাজনীতির জন্য নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম: প্রধান উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা...
