Read Time:2 Minute, 7 Second

মালয়েশিয়ার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করেছে।

শুক্রবার (৯ জুন) হাইকমিশন প্রাঙ্গণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ হাই কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেয়া বাণী পাঠ করে শোনানো হয়। বাণী পাঠের পর বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদকপ্রাপ্তি সংক্রান্ত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের মূল আলোচনা পর্বে হাইকমিশনার মো. গোলাম সারোয়ার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিশ্বশান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রদানের ঐতিহাসিক প্রেক্ষাপট ও সামগ্রিক তাৎপর্য তুলে ধরেন।

এছাড়া জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্ব স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সকলকে একযোগে নিষ্ঠা এবং সততার সাথে কাজ করতে উদ্বুদ্ধ করেন তিনি।

সবশেষে অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত, দেশ ও জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post গোপন নথির মামলায় অভিযুক্ত ট্রাম্প, ফেডারেল আদালতে তলব
Next post ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী আরাফাত
Close