রাষ্ট্রদূত পর্যায়ে কয়েকটি রদবদলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মালয়েশিয়া, ইতালি, মিসর, ভিয়েতনাম, পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে।
সূত্র জানায়, ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হয়েছে। মালয়েশিয়ায় বাংলাদেশের বর্তমান হাইকমিশনার গোলাম সারওয়ার ইতিমধ্যেই নেপালের কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ের মহাসচিব হিসেবে পান। সহসাই তিনি এ পদে যোগ দেবেন। মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামকে ইতালিতে রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ মিসরে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন। কানাডার টরন্টোতে বাংলাদেশের কনসাল জেনারেল লুৎফর রহমানকে ভিয়েতনামে রাষ্ট্রদূত করা হচ্ছে। পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন মরিশাসে বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। আর পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানের শিগগিরই অবসরে যাওয়ার কথা রয়েছে।
এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এস বদিরুজ্জামানকে ইথিওপিয়ায়, নিউ ইয়র্কে কনসাল জেনারেল মনিরুল ইসলামকে উজবেকিস্তান এবং মন্ত্রণালয়ের মহাপরিচালক তারিকুল ইসলামকে মরিশাসে রাষ্ট্রদূত নিয়োগের সম্ভাবনা রয়েছে। রদবদল হওয়া এসব কূটনীতিক পররাষ্ট্র সার্ভিসের কর্মকর্তা।
সূত্র জানায়, উপরোক্ত রদবদল কূটনৈতিক পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে। সহসাই পররাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।
More Stories
সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যাতে নিরাপদে থাকে: সালাহউদ্দিন
ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা হচ্ছে না বরে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।...
‘চারদিকে ছড়িয়ে থাকা লাখ লাখ হাদির মতো আমিও ভয় পাই না’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা ও পরবর্তী বাংলাদেশ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল...
দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাড়ি-কার্যালয়
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও কার্যালয়ের সংস্কার কাজ প্রায় সম্পন্ন...
হাদির পরিবারকে সান্ত্বনা প্রধান উপদেষ্টার, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারকে সান্ত্বনা ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর...
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, লড়াই চলছে
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শনিবার খুদে বার্তায় এ কথা জানায়। আইএসপিআর...
‘হাদির অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট...
