Read Time:2 Minute, 57 Second

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে আক্রমণের মূল চক্রান্তকারী অতি দক্ষিণপন্থি সংগঠনের প্রধান স্টুয়ার্ট রোহডসকে শাস্তি দেওয়া হয়েছে। দেশটির আদালত তাকে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছেন।

ডয়চে ভেলের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ৫৭ বছর বয়সি স্টুয়ার্ট রোহডসের নির্দেশেই সেদিন ক্যাপিটল ভবনে আক্রমণ চালিয়েছিল দাঙ্গাকারীরা। তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলছে। তবে এই হামলার মূল চক্রী হিসেবে চিহ্নিত হয়েছেন স্টুয়ার্ট রোহডস।

তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছিলেন সরকারি আইনজীবী। বস্তুত, তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী ধারা প্রয়োগের আবেদন জানানো হয়।

যদিও রোহডসের আইনজীবীর বক্তব্য, তার মক্কেল ক্যাপিটাল ভবনের ভিতরে ঢোকেননি। বাইরে দাঁড়িয়ে ছিলেন। কাউকে ভিতরে ঢোকার নির্দেশও দেননি।

বিচারক জানিয়েছেন, রোহডস অত্যন্ত স্মার্ট এক ব্যক্তি। তিনি যা বলেন, মানুষ তা মন্ত্রমুগ্ধের মতো শোনে। আর সেটাই সবচেয়ে বড় ভয়ের কারণ। তার কথা শুনেই একদল মানুষ ক্যাপিটল আক্রমণ করে। ভবিষ্যতেও এমন ঘটনা ঘটার আশঙ্কা আছে। সে কারণেই চরম শাস্তি তার পাওয়া উচিত।

সন্ত্রাসবাদী ধারা যুক্ত না করলেও তার কাজ যে সন্ত্রাসবাদের চেয়ে কোনো অংশে কম নয়, তা মেনে নিয়েছেন ফেডারেল বিচারক। বিচারক অমিত মেহেতার কাছে ২৫ বছরের সাজা ঘোষণার আবেদন জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত চরমতম সাজা ঘোষণা না করে ১৮ বছরের কারাবাসের ঘোষণা করেন।

এর আগে ২০২২ সালের নভেম্বরে রোহডস দোষী প্রমাণিত হয়েছিলেন।

২০২০ সালের নির্বাচনে হারের পর নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেওয়ার কথা ছিল জানুয়ারি মাসে। তার ঠিক আগে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল ভবন আক্রমণ করেন একদল ট্রাম্পভক্ত। ক্যাপিটাল ভবনের ভিতরে ঢুকে কার্যত সবকিছু তছনছ করে দেন তারা। অভিযোগ, রোহডসের নির্দেশেই ওই দলটি ক্যাপিটাল ভবনে আক্রমণ চালিয়েছিল।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post কোনো দলের ব্যাপারে ‘হস্তক্ষেপ’ নয়, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা যুক্তরাষ্ট্রের
Next post ইউক্রেনে যুদ্ধে জয়ী হতে পারবে না রাশিয়া : যুক্তরাষ্ট্র
Close