রাজধানীর যাত্রাবাড়ী থানার জুলিয়েট স্কুল গলির একটি ফ্লাটে আমজাদুল ইসলাম জ্যাকি (২৭) নামে এক সৌদি প্রবাসীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী সুমাইয়াকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে তাকে সচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
জ্যাকির স্ত্রী সুমাইয়া বলেন, তিনি সৌদি আরব থাকতেন। কয়েক মাস আগে দেশে এসেছেন। চার মাস আগে বিয়ে হয়েছে। এর আগেও আমার একটি বিয়ে হয়েছিল। সেই ঘরে আমার দুটি সন্তান রয়েছে। তারপরও ভালবাসার টানে আমি জ্যাকিকে বিয়ে করি। আমরা দুজনে একটি ফ্লাটে ভাড়া থাকি। এ বিয়ে জ্যাকির মা বাবা মেনে নেননি।
তিনি বলেন, ইফতারের পর আমি পার্লারে গিয়েছিলাম। এসে দেখি আমার হিজাবের ওড়না গলায় পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনলে চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন। আমাদের মাঝে পারিবারিক কোনো বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ হয়নি। কেন সে এমন কাজ করল বুঝতে পারছি না। আমরা দক্ষিণ যাত্রাবাড়ীর ২৪৯/১/এ আলভিন ভিলা ফ্লাট নং সি-৫ থাকি। তার বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জের হাজীপুর মধ্যচর গ্রামে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, প্রথমে যখন হাসপাতালে নিয়ে এসেছে ওই নারী তখন বলেছে সে স্ট্রোক করেছে। পরে জরুরি বিভাগের চিকিৎসকের সন্দেহ হলে তাকে ৭ নম্বর রুমে পাঠায়। পরে সেখানে তার গলায় ফাঁসের দাগ দেখা যায়। পরে জিজ্ঞাসাবাদে ওই নারী তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায়। বিষয়টি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়। মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
More Stories
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা দূতাবাসের
বাংলাদেশের কয়েকটি এজেন্সি ২-৩ ঘণ্টায় থাই ই-ভিসা পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। যা সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকাস্থ রয়েল থাই দূতাবাস।...
মামদানির জয়ের ‘মাস্টারমাইন্ড’ বাংলাদেশি বংশোদ্ভূত জারা রহিম
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। কিন্তু তার এই ঐতিহাসিক বিজয়ের নেপথ্যে ছিলেন...
বাংলাদেশি ও ভারতীয়দের ভিসা গণহারে বাতিলের ক্ষমতা চাইছে কানাডা
কানাডার সরকার বিদেশিদের গণহারে ভিসা বাতিলের ক্ষমতা পাওয়ার চেষ্টা করছে। এর পেছনে মূল কারণ হিসেবে অভিযোগ তোলা হয়েছে, ভারত ও...
