মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি এখনও অবৈধ আছে তাদেরকে বৈধ করা এবং বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ/অদক্ষ শ্রমিক নিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি অনুরোধ জানিয়েছেন সফররত আমার বাংলাদেশ (এবি) পার্টির নেতৃবৃন্দ। জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তা বিবেচনার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, ‘দশ লক্ষাধিক কর্মীর কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য মালেয়শিয়ান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। পাশাপাশি যে সকল বাংলাদেশি প্রবাসীরা মালোয়েশিয়ায় নানা পরিস্থিতির শিকার হয়ে অবৈধ হয়ে আছেন বা যে সকল শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে তাদেরকে যৌক্তিক সময়ের মধ্যে বৈধ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। জবাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।’
মঞ্জু বলেন, ‘মঙ্গলবার মালোয়েশিয় সময় সকাল ১১টায় এবি পার্টির প্রতিনিধি দল মালেয়শিয়ার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সৌজন্য সাক্ষাৎকালে ক্রেস্ট ও স্যুভেনিয়র উপহার দেওয়া হয়। মত বিনিময়কালে এবি পার্টির লক্ষ্য, সাত দফা কর্মসূচি, দল গঠনের প্রেক্ষাপট, দলীয় কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরি। পরে আমরা প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে আন্তর্জাতিক অতিথি হিসেবে পর্যবেক্ষণ করি। এরপর সংসদে সরকার দলীয় চিফ হুইপ ও সাবেক মন্ত্রী ড. জুলকিফি আহমেদের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নিই। এ সময় ড. জুলফিকিকে এবি পার্টির স্যুভেনিয়র উপহার দেওয়া হয় এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। পরে সংসদে বিরোধী দলীয় নেতা, সাবেক প্রতিরক্ষামন্ত্রী হিশাম উদ্দিন হোসেইনের সাথে সাক্ষাৎ করি।’
এ সময় প্রনিধিদলে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার খান আজম এবং সিনিয়র সহকারী সদস্য সচিব ব্যারিস্টার নুরুল গাফ্ফার।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
