Read Time:4 Minute, 4 Second

গ্রিসে প্রবাসী বাংলাদেশি নারীদের অংশগ্রহণে বাংলাদেশ দূতাবাস আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছেন। এই দিনটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে কর্মসূচির আয়োজন করা হয়। বিপুল সংখ্যক নারী ও শিশু এ অনুষ্ঠানে যোগদান করেন।

বাংলাদেশ থেকে বহু দূরে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধববিহীন ব্যস্ত জীবনে এ আয়োজন ছিল অত্যন্ত আনন্দময়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীদের উচ্ছ্বাস ছিল লক্ষ্যণীয়। অনুষ্ঠানে তারা তাদের ভাল লাগা পরস্পরের সঙ্গে বিনিময় করেন এবং গান, আবৃত্তি ও ফ্যাশন শো পরিবেশন করেন। তাদের মুখরতায় এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস চাঁদের হাটে পরিণত হয়।

ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন -এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় বক্তারা তাদের স্বপ্নের কথা, অভিজ্ঞতার কথা এবং ভবিষ্যত পরিকল্পনার কথা উপস্থিত সকলকে অবহিত করেন। সংসার ও সন্তান সঠিকভাবে পরিচর্যা করার পরও গ্রিসে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মজীবী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

এছাড়া, গ্রিস প্রবাসী নারীরা সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রাখছেন। পুরুষের পাশাপাশি তারা দেশে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ করছেন। তারা নারীদের সুসংগঠিত করার লক্ষ্যে এবং তাদের সমস্যা সমাধানে একযোগে কাজ করছেন। বাংলাদেশ দূতাবাস সর্বাত্মকভাবে নারীদের বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করে যাচ্ছে।

আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ বলেন, ‘নারীরা আজ আন্তর্জাতিক অঙ্গণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। বাংলাদেশ নারী ক্ষমতায়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং তার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে আমাদের দেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে উন্নত দেশের কাতারে দাঁড়াবে।’

রাষ্ট্রদূত গ্রিসের নারীদের কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং তাদের সর্বাত্মকভাবে যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূতের সহধর্মিনী ও অনুষ্ঠানের সভাপতি রেবেকা সুলতানা নারীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি স্মরণীয় একটি দিনে পরিণত হয়েছে বলে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের দ্বিতীয় সচিব রাবেয়া বেগম। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার, প্রথম সচিব(শ্রম), দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য ও বাংলাদেশ কমিউনিটির নেতারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ৫ শতাধিক সৌদি প্রবাসী বাংলাদেশিকে জরুরি যোগাযোগের নির্দেশ
Next post মুসলিম কমিউনিটির সাথে সাক্ষাতের সময় ‘হিজাবে’ আবৃত কেট মিডলটন
Close