Read Time:2 Minute, 48 Second

রাজধানীর গুলিস্তান এলাকায় একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরকের কোনো গন্ধ পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন এ তথ্য জানান।

পুলিশ প্রাথমিকভাবে এই বিস্ফোরণের কী কারণ মনে করছে, জানতে চাইলে তিনি বলেন, ‘এখন প্রাথমিকভাবে আমরা কারণ বলতে পারছি না। খালি চোখে কিছু বোঝা যাচ্ছে না। বিস্ফোরকের কোনো গন্ধ পাওয়া যায়নি। এ ছাড়া ঘটনাস্থলে কোনো স্প্লিন্টার পাওয়া যায়নি। তবে সব বিষয়কে মাথায় রেখে আমরা কাজ করছি, আমাদের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ করছে। দুই-এক দিন পরে বিস্ফোরণের আসল কারণ জানা যাবে।’

ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘বিকট শব্দ হয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। ভবনটি রাস্তার একদম পাশে। এতে অনেক মানুষ হতাহত হয়েছে। আহতের সংখ্যাটা উল্লেখযোগ্য। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তবে এই মুহূর্তে হতাহতের সঠিক সংখ্যা বলা সম্ভাব নয়। যদিও ভবনটি ধসে পড়েনি, তবে বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই মুহূর্তে বিস্ফোরণের সঠিক কারণ বলা যাবে না।

‘বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজন কাজ করছে। এ ছাড়া ঘটনাস্থলে কোনো বিদ্যুৎ সংযোগ নেই এই মুহূর্তে। এখানে অনেক দোকানপাট অরক্ষিত অবস্থায় আছে, সেগুলো আমাদের নিরাপত্তা দিতে হচ্ছে। আমরা উৎসুক জনতাসহ সবাইকে বলব সড়ে দাঁড়ানোর জন্য। ভিড়ের কারণে আমাদের কাজ করতে সমস্যা হচ্ছে।’

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২ জন নারী রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, আহতদের মধ্যেও কয়েকজনের অবস্থা গুরুতর।

এ ছাড়া বিস্ফোরণে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post রাজধানীর গুলিস্তান এলাকায় সিদ্দিকবাজারে বিস্ফোরণ: নিহত বেড়ে ১৫
Next post স্বল্পোন্নত দেশগুলোর উৎপাদন ক্ষমতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
Close