Read Time:2 Minute, 32 Second

ঘোষণা ছাড়া সেবা খাতে আয় করা বৈদেশিক মুদ্রা দেশে আনার সুযোগ দ্বিগুণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে এ খাতে উদ্যোক্তা ও রপ্তানিকারকরা ২০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে আনতে কোনো ঘোষণা দিতে হবে না। আগে এ সীমা ছিল ১০ হাজার ডলার।

বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

খাত সংশ্লিষ্টরা জানান, সি-ফরমে ঘোষণা ছাড়া দ্বিগুণ অর্থ দেশে আনার এ সুযোগ দেওয়া হয়েছে সেবা খাতের রপ্তানিকারকদের। এ ক্ষেত্রে অহেতুক সময়ক্ষেপণ ছাড়া প্রাপ্ত আয় নগদায়ন করতে পারবেন তারা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এত দিন সেবা খাতের বৈদেশিক মুদ্রার আয় ঘোষণা ছাড়া ১০ হাজার ডলার দেশে আনা যেত। এখন তা ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় ঘোষণা ছাড়া আনা যাবে। তবে বিদেশে কর্মরত প্রবাসীরা যত খুশি তত পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠাতে পারেন, এ জন্য কোনো প্রকার ঘোষণার প্রয়োজন হয় না।

গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে বলা হয়, বিদেশি প্রতিষ্ঠানকে সেবা দিয়ে পাওয়া বৈদেশিক মুদ্রা বা ডলার দেশে আনার প্রক্রিয়া সহজ করতে।

ওই নির্দেশনা অনুযায়ী, সেবার বিনিময়ে পাওয়া আয় আনতে কাগজের ফরম পূরণ (ফরম-সি নামে পরিচিত) করতে হবে না। ইলেকট্রনিক উপায়ে অনলাইনে ঘোষণা দিয়ে আনা যাবে।

তবে নতুন নির্দেশনা অনুযায়ী, সি-ফরমে ঘোষণা ছাড়াই এখন থেকে সেবা খাতের ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় এখন থেকে আনা যাবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post জাপানের সমুদ্রসৈকতে রহস্যজনক গোলাকার বস্তু কী?
Next post রাষ্ট্রভাষা বঙ্গবন্ধুর নেতৃত্বে, স্বীকৃতি শেখ হাসিনার হাত ধরে: সেতুমন্ত্রী
Close