Read Time:3 Minute, 33 Second

বাংলাদেশ থেকে নেওয়া লোন পরিশোধের জন্য শ্রীলঙ্কাকে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি জানান, দুর্দিনে সহায়তা করায় বাংলাদেশকে কৃতজ্ঞতা জানিয়েছে শ্রীলঙ্কা।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর শ্রীলঙ্কা সফর প্রসঙ্গে সাংবাদিকদের সাথে মতবিনিময়-কালে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, বাংলাদেশ ব্যাংক শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলারের ঋণ পরিশোধের জন্য আরও ছয় মাস সময় দিয়েছিল। তবে দ্বীপ দেশটি দীর্ঘায়িত অর্থনৈতিক সংকটের কারণে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছিল। বন্ধুপ্রতীম দেশ হিসেবে বাংলাদেশ ২০২১ সালে একটি মুদ্রা বিনিময় ব্যবস্থার অধীনে নগদ অর্থহীন শ্রীলঙ্কায় ঋণ সহায়তা করেছিল।

এছাড়া, শ্রীলঙ্কায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।সাক্ষাৎ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাইড লাইনে বৈঠক হয়েছে। দুই দেশের সম্পর্ক বাড়াতে চায় পাকিস্তান। তাদের আচরণ পজিটিভ মনে হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের ভূমিকার জন্য ক্ষমা চাইতে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

ড. মোমেন আরও জানান, হিনা রাব্বানি বলেছেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান। তবে আমি বলেছি, বাংলাদেশি পণ্যের ওপর অ্যান্টি ডাম্পিং দিয়ে রেখেছে, বাণিজ্য কীভাবে বাড়বে।

কলম্বোয় নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. বিমলা রাই পাউডিয়ালের সঙ্গে বৈঠকের বিষয়ে তুলে ধরে ড. মোমেন জানান, সার্ক সামিট করার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, সার্ক সামিট করার জন্য ভারত-পাকিস্তানের সঙ্গে আলোচনা করুন। আমরা পাশে আছি।

ড. মোমেন জানান, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলাপ হয়েছে। শ্রীলঙ্কা বৌদ্ধ অধ্যুষিত দেশ, সে কারণে মিয়ানমারে সঙ্গে সম্পর্ক ভালো। আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছি।

এর আগে, শ্রীলঙ্কার স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন কলম্বো সফরে যান। তিন দিন সফর শেষে তিনি রোববার ঢাকায় ফিরেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন খেলা হয় কিনা, ওবায়দুল কাদেরকে হিরো আলম
Next post আমিরাতে গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশের মামুনুর রশীদ
Close