Read Time:2 Minute, 27 Second

আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের গুলশানের বাসায় নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।

সোমবার (১৯ ডিসেম্বর) রাতে নৈশভোজে শাম্মী আহমেদ ছাড়াও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান অংশ নেন। এ সময় জেরেমি ব্রুয়ারের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয়ান হাইকমিশনের রাজনৈতিকবিষয়ক ও পাবলিক কূটনীতির প্রধান সাচা ব্লুমেন।

তবে নৈশভোজের বিষয়ে যোগাযোগ করা হলেও কোনো কথা বলতে রাজি হননি আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান।

এদিকে অস্ট্রেলিয়ান কূটনীতিকদের সঙ্গে বৈঠকের একাধিক ছবি ফেসবুকে নিজের আইডিতে শেয়ার করে শাম্মী আহমেদ লিখেছেন, অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ারের সঙ্গে দেখা করে সর্বদাই আনন্দিত।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, কূটনীতিকরা প্রায়ই শাম্মী আহমেদের বাসায় নৈশভোজে অংশ নিয়ে থাকেন। তারা বাঙালি খাবার খুব পছন্দ করেন। বেশ মজা করে খাবার গ্রহণ করেন তারা। খাওয়াদাওয়া শেষে তাদের মধ্যে খোশগল্পও হয়। তবে তা রাজনৈতিক নয়, সৌজন্যমূলক।

এ ছাড়াও বৈঠক সূত্রে জানা গেছে, আয়োজনটি নৈশভোজ হলেও খোশগল্পের পাশাপাশি বাংলাদেশের বিদ্যমান রাজনীতির নানান বিষয় আলোচনায় উঠে আসে। দেশের উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন দলটির নেতানেত্রীরা। অন্যদিকে কূটনীতিকরাও তাদের অবস্থান জানিয়ে থাকেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post গণতন্ত্রের নামে বাংলাদেশে কারও হস্তক্ষেপের সুযোগ নেই
Next post ফেব্রুয়ারির মধ্যে টাকা না পেলে সর্বোচ্চ ৭২ আসনে ইভিএমে ভোট : ইসি আলমগীর
Close