আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে, ১০ ডিসেম্বরের পর খেলা হবে। বিএনপির দুঃশাসন, পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে দেশকে ব্যর্থতায় পর্যবসিত করার কথা দেশবাসী ভুলে যায়নি। খেলতে গিয়ে বেশি বেশি ফাউল করলে রেফারি লাল কার্ড দেখায়। বিএনপি বেশি ফাউল করছে। তাই দেশবাসী ১০ তারিখের পর বিএনপিকে লাল কার্ড দেখাবে।
তিনি বলেন, এ বাংলার ইতিহাস যেমন বীরের ইতিহাস, তেমনিভাবে বিশ্বাসঘাতকতারও ইতিহাস। তেমনি একজন বিশ্বাসঘাতক হলেন মেজর জিয়াউর রহমান। ৭৫ এর ১৫ আগস্টের খুনিদের সঙ্গে জিয়া না থাকলে ওইদিন তারা বঙ্গবন্ধুকে হত্যার সাহস করত না। মেজর জিয়া হচ্ছে ৭৫ আগস্টের হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড। আর ২১ আগস্টের হত্যাকাণ্ডের মাস্টরমাইন্ড তারেক জিয়া।
ওবায়দুল কাদের বলেন, তারেক জিয়া ওয়ান ইলেভেনের সরকারের কাছে রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশত্যাগ করেছিলেন।তিনি হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। পাচারকৃত টাকায় বিদেশে বিলাসী জীবন যাপন করছেন। তাই অর্থপাচারকারী তারেক জিয়ার বিরুদ্ধে খেলা হবে।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির ফরিদপুরের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ফরিদপুরের বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলনে লোকে লোকারণ্য। তিতাসের ঢেউয়ে সম্মেলনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আজ ফরিদপুরে টাকা উড়ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ফরিদপুরে টাকা ছড়াচ্ছেন। কাউকে মন্ত্রী, কাউকে এমপি বানানোর কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। বিশেষ অতিথি হিসেবে প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।
প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবর। স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাঞ্ছারামপুরের সংসদ সদস্য ড. এ.বি. তাজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মেরিনা জামান কল্পনা প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীনগরের সাংসদ এবাদুল করিম বুলবুল, নাসিরনগর আসনের সাংসদ বিএম ফরহাদ হোসেন, অ্যারোমা দত্ত এমপি, উম্মে ফাতেমা নাজমা শিউলী আজাদ এমপি।
সম্মেলন পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা মঈন উদ্দিন মঈন ও জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন।
প্রধান অতিথির বক্তৃতায় শেখ ফজলুল করিম এমপি বলেন, তারেক জিয়া বিদেশ বসে বড় বড় কথা বলছেন। আমরা তাকে দেশে আসার আহ্বান জানাই। তারেক ২১ আগস্ট হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি। দেশে এলে তাকে ৩৭ বছর জেলা খাটাব। দেশে থাকতে তারেক যে অপকর্ম দুর্নীতি করেছেন জনগণই তাকে গণপিটুনি দেবে।
প্রধান অতিথি তার বক্তৃতার শেষে জেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করেন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও আল মামুন সরকারের। ১নং সহসভাপতি হলেন সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, সহসভাপতি হেলাল উদ্দিন ও যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু। দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য প্রধান অতিথি দায়িত্ব দেন।
More Stories
ভারতের সংখ্যালঘু মুসলিমদের ‘পূর্ণ নিরাপত্তা’ নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি প্রতিবেশী দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের...
‘ভারতের গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে বাংলাদেশে রাজনীতি চলবে না’
প্রতিবেশী দেশ ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না বলে...
পাকিস্তানের কাছে স্বাধীনতার আগের পাওনা ৪.৫২ বিলিয়ন ডলার চাইল বাংলাদেশ
পাকিস্তানের কাছ থেকে ১৯৭১ সালের স্বাধীনতার আগের পাওনা ৪ দশমিক ৫২ বিলিয়ন ডলার দাবি করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাষ্ট্রীয়...
৭১ এর গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা হয়েছে: পররাষ্ট্র সচিব
১৯৭১ সালের সম্পদ ফেরত ও গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা চালিয়ে নিতে একমত হয়েছে পাকিস্তান। বাংলাদেশের পররাষ্ট্র সচিব...
সরকারের সংস্কার কাজে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। তারা...
আনন্দবাজারের রিপোর্ট: নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, নেতৃত্বে থাকবেন না শেখ হাসিনা?
নতুন কৌশল। আওয়ামী লীগ থাকবে, নেতৃত্বে শেখ হাসিনা থাকবেন না। তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ যাবেন। আওয়ামী লীগের পরিচিত...