Read Time:2 Minute, 30 Second

ব্রিটিশ বাংলাদেশি হুজহু’র (Who’s Who) ১৩তম প্রকাশনা ও অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানের জাঁকজমকপূর্ণ আসরের পর্দা উঠবে ৮ নভেম্বর। লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলে এ অনুষ্ঠান আয়োজন করা হবে।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে পূর্ব লন্ডনের এলএমসির সেমিনার রুমে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যের বাংলামিডিয়ার অনলাইন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ব্রিটিশ বাংলাদেশি হুজহু’র ১৩তম আসরকে সামনে রেখে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রথমেই হুজহু’র পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিস্টার আনোয়ার বাবুল উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানান।

পরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন হুজহু’র প্রতিষ্ঠাতা ও বাংলা মিরর’র সম্পাদক আব্দুল করিম গণি। তিনি বলেন, নতুনত্ব নিয়েই প্রতি বছর এই প্রকাশনা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে আসছি। হুজহু’র ২০২২ সালের এই প্রকাশনায় বরাবরের মতো স্থান পেয়েছে মিডিয়া, সমাজ সেবা, সিভিল সার্ভিস, ব্যবসা, রাজনীতি, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ বাংলাদেশিরা।

তিনি আরও বলেন, ব্রিটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ বাংলাদেশিদের পরিচয় করিয়ে দিতে হুজহু’র ধারাবাহিক প্রয়াস এটি। এ প্রকাশনার দীর্ঘ ১২ বছর অতিক্রম করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ শুধু সফল মানুষদের পরিচিতি তুলে ধরতে নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে শেকড়ের সঙ্গে সেতুবন্ধন ও সৃষ্টিশীল মহৎ কাজে প্রেরণা জোগাবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘ইমরান খানকে মেরে ফেলারই চেষ্টা করেছিলাম’
Next post টুইটার সারাবিশ্বে মিথ্যার প্রচার করে: বাইডেন
Close