ফোবানা ইসি মিটিং এ চেয়ারপার্সন আতিকুর রহমান আতিক ইউথ চ্যাপ্টারের কার্যক্রমের ঘোষণা দিয়েছেন। গত ৩০ অক্টোবর ২০২২ এক জুম মিটিং অনুষ্ঠিত হয়। ইসি মেম্বাররা এ জুম মিটিং এ অংশগ্রহণ করেন।
মিটিং পরিচালনা করেন এক্সিকিউটিভ সেক্রেটারী ড. রফিক খান।
ইসি মিটিং এর সভাপতি চেয়ারম্যান আতিকুর রহমান স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে, দুবাইতে অনুষ্ঠিতব্য আগামী ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৩ এ ৩দিন ব্যাপি ইয়াং প্রফেসনাল নেটওয়ার্ক (ওয়াইপিএন) আয়োজিত আন্তর্জাতিক কনভেনশনে ফোবানা ইউথ চ্যাপ্টার এক প্রতিনিধি দল অংশগ্রহণ করবে এবং ফোবানা ইউথ চ্যাপ্টার বিরিংগিং দ্যা গ্লোব, নিউ ফিউচার ফাউন্ডেশন টু দ্যা ইউনাইটেড ন্যাশনস্ এর ইউথ প্রতিনিধি হিসেবে যোগদান করেছে। ‘বিরিংগিং দ্যা গ্লোব’ হচ্ছে একটি সংস্থা যা শেখার নেতৃত্বে দক্ষতা-নির্মাণের উদ্যোগে, শিক্ষার্থীদের পক্ষে এডভোকেসি এবং কমিউনিটি সার্ভিসের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ দেয়। ‘বিরিংগিং দ্যা গ্লোব’ এর মাধ্যমে সাইবার হয়রানী থামানোর ক্রিয়াকলাপের কোর্স চালায়।
চেয়ারপার্সন আমাদের সংবাদদাতাকে জানান, বিরিংগিং দ্যা গ্লোব সংস্থার মাধ্যমে আমাদের ইউথ তথা কমিউনিটির যুব সমাজ আরও একটি ধাপে পৌঁছাবে।
এছাড়া চেয়ারপার্সন জানানা, বাংলাদেশের সাথে আরও দুটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে। তিনি বলেন, সরাসরি বাংলাদেশের সাথে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশীদের মাঝে সেতুবন্ধন সৃষ্টির জন্য প্রতিটি ডিস্ট্রিকে গঠিত হবে ফোবানা ফ্রেন্ডশীপ চ্যাপ্টার। প্রাথমিকভাবে চট্টগ্রামে ডিট্রিকের সাথে কথাবার্তা চলছে।
তিনি আরও উল্লেখ করে বলেন, বাংলাদেশে মানব সেবায় নিয়োজিত ‘পারি’ সংগঠন ফোবানার সাথে যৌথ উদ্যোগে দেশের পথ শিশুদের পুর্নবাসনের জন্য একযোগে কাজ করার আবেদন পেয়েছেন।
ইসি মিটিং এ ফোবানা সেন্টারের কোষাধক্ষ্য তুষার ৩৬তম ফোবানাকে ঘিরে সেন্ট্রাল কমিটির আয়-ব্যায়ের বাজেট পেশ করেন এবং ৩৬তম ফোবানার হোস্ট কমিটির প্রেসিডেন্ট জাহিদ হোসেন পিন্টু কনভেনশনের বাজেট পেশ করেন। কনভেনর আবুল ইব্রাহিম সবাইকে ফোবানা লস এঞ্জেলেসে সহযোগিতা করা জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইসি মিটিং এ ৩৭তম ফোবানার কনভেনর দেওয়ান মনিরুজ্জামান মন্ট্রিয়ল ফোবানার আপডেট দিলে প্রাক্তন চেয়ারপার্সন বেদারুল ইসলাম বাবলা ও জাকারিয়া চৌধুরী সাফল্য কামনা করেন। এছাড়াও উপস্থিত নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
