অবশেষে টুইটারের মালিক হলেন ইলন মাস্ক
বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তি সম্পন্ন করেছেন। এর মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে টুইটারের নিয়ন্ত্রণ নিলেন। আলজাজিরা ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়ালসহ বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিকে ছাঁটাই করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মাস্ক টুইটারে জানান, অর্থ উপার্জনের জন্য তিনি টুইটার কিনতে আগ্রহী নন। মানবতাকে সাহায্য করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি কিনেছেন। তিনি সভ্যতার একটি সাধারণ ‘ডিজিটাল টাউন স্কয়ার’ তৈরি করতে চান।
মাস্ক লিখেছেন, মানবতার ভবিষ্যৎ এমন হওয়া উচিত, যেখানে সমস্ত পক্ষের স্বাধীন মতামত প্রকাশের একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থাকবে, সুস্থ পরিবেশে বিতর্ক হবে। বর্তমানে বিপজ্জনক পরিস্থিতি রয়েছে, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম কট্টর দক্ষিণপন্থী ও কট্টর বামপন্থীদের কয়েকটি গোষ্ঠীতে ভাগ হতে চলেছে। এ বিষয়গুলো সমাজে ঘৃণা ও বিভাজন বাড়াবে।
ক্যালিফোর্নিয়ার গারবার কাওয়াসাকি ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী ও টুইটার বিনিয়োগকারী রস গারবার বিবিসিকে নিশ্চিত করেছেন, চুক্তিটি সম্পন্ন হয়েছে।
টুইটারের হেড-অফিসে কর্মীদের সঙ্গে ইলন মাস্ক
এদিকে, বেশকিছু মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কোম্পানির প্রধান নির্বাহী আগরওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল ও ফার্মের শীর্ষ আইন ও নীতিনির্বাহী বিজয়া গাড্ডে আর কোম্পানির সঙ্গে নেই। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ইলন টুইটারের বিভিন্ন প্রধান কর্মীদের ছাঁটাই করেছেন।
গত জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে টুইটার কেনার চুক্তি থেকে বেরিয়ে যান ইলন মাস্ক। এরপর ক্রয় প্রক্রিয়া এগিয়ে নিতে বাধ্য করার জন্য ডেলাওয়্যার চ্যান্সারি আদালতে তার নামে মামলা করে টুইটার কর্তৃপক্ষ। পরে আদালত ইলন মাস্ককে চুক্তি করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন। আদালতের রায় অনুযায়ী শুক্রবারের (২৮ অক্টোবর) মধ্যে টুইটার কেনার চুক্তি করতে হবে বলে ইলনকে জানিয়ে দেওয়া হয়েছিল।
মাস্ক তার টুইটার প্রোফাইলের বায়ো পরিবর্তন করে ‘টুইট চিফ’ লিখেছেন। পাশাপাশি তিনি তার প্রোফাইলে লোকেশন পরিবর্তন করে টুইটার সদর দফতর করে দিয়েছেন।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
