শামসুল আরীফিন বাবলু
বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২০০৪ সালের ২১ আগস্টে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে ক্যালিফর্নিয়া স্টেট আওয়ামী লীগ’র উদ্যোগে এক আলোচন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২১ আগস্ট (রবিবার) সন্ধ্যায় লস এঞ্জেলেসের ইন্ডিয়া’স ক্লে পিট রেস্টুরেন্টে এ আয়োজন সম্পন্ন হয়।
পবিত্র ধর্মগ্রন্হ কোরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর সবাই সমবেতভাবে জাতীয় সংগীতে কন্ঠ মিলান। অত:পর বঙ্গবন্ধু সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
সভায় শফিকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশের গর্ব ইংলিশ চ্যানেল বিজয়ী মোশাররফ হোসেন খান প্রধান অথিতি হিসেবে তাঁর মুল্যবান বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে শফিকুর রহমান বলেন, “যেসব হত্যাকারীরা বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে এখনো গুজব ছড়াচ্ছে এবং ষঢ়যন্ত্রে লিপ্ত এদেরকে ঐক্যবদ্ধভাবে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদানের জন্যে আমাদেরকে আরো তৎপর হতে হবে।”
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগ’র উপদেষ্টা ফিরোজ আলম তথ্যবহুল জোরালো বক্তব্যে বলেন, “প্রবাসে বসে যারা সোস্যাল মিডিয়ার মাধ্যমে সরকারের বিরুদ্ধে যেভাবে গুজব রটাচ্ছে সেটাকে প্রতিহত করার জন্যে আমাদের প্রত্যেকে প্রতিনিয়ত এক লাইন করে হলেও সত্য কথা গুলো সামাজিক মাধ্যমে লিখতে হবে। যা ছিল গভীর তাৎপর্যপূর্ণ।”
আরোও বক্তব্য রাখেন দলের সহসভাপতি নাজমুল চৌধুরী, জহির আহমেদ পান্না, আব্দুল খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার আহমেদ, দলীয় কার্যকরী কমিটির সদস্য আসজাদী রশিদ সীমি, ছাত্রনেতা তানভীর সাগর এবং ক্যালিফর্নিয়া স্টেট যুবলীগের সভাপতি আজিজ মোহাম্মদ হাই, মহিলা বিষয়ক সম্পাদিকা শম্পা চৌধুরী এবং আনীলা মোশাররফ। তাদের অনেকেই মুক্তিযোদ্ধের উপরে স্মৃতিচারণ করেন।
উল্লখ্য, সভায় উপস্হিত বীর মুক্তিযোদ্ধা নোমান রশীদ, বজলুর রহমান খান সহ আরো কয়েকজন মুক্তিযোদ্ধাকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ ড. রবি আলম শুধু মুল্যবান বক্তব্যই উপস্হাপন করেননি বরং সার্বিক তত্ত্বাবধানে ও সুদক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
পরিশেষে বীর মুক্তিযোদ্ধা মিয়া আব্দুর রব’র দোয়া ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
More Stories
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...