দেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ এর অগ্রগতি, ভিসা জটিলতা ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মো. গোলাম সারোয়ারের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখা।
শুক্রবার স্থানীয় বিকাল তিনটায় হাইকমিশনের সেমিনার রুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মালয়েশিয়া আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকাল তিনটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলা বৈঠকে, আওয়ামী লীগ নেতৃবৃন্দ মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে কর্মী আনার (কলিং) প্রক্রিয়া ও এর অগ্রগতি সম্পর্কে খোঁজ- খবর নেন এবং ছয় নম্বর ভিসা প্রত্যাশীদের ভিসা জটিলতা এবং প্রবাসীদের আরও বিভিন্ন সমস্যা নিয়ে হাইকমিশনারকে অবহিত করেন এবং মালয়েশিয়া সরকারের সাথে আলাপ- আলোচনা করে উক্ত সমস্যা গুলো নিরসনে হাইকমিশনের হস্তক্ষেপ কামনা করেন। পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগাদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মালয়েশিয়া শাখার সভাপতি মকবুল হোসেন মকুল, সহসভাপতি কামরুজ্জামান কামাল, কাইয়ুম সরকার, মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, আকতার হোসেন, মনিরুজ্জামান মনির, মামুন-উর-রশিদ, জালাল উদ্দিন সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ বাদল, মো. হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, নুর মোহাম্মদ ভূঁইয়া প্রমুখ।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
