ভারতের অরুণাচল প্রদেশে সোমবারের মধ্যে সমস্ত হোটেল, লজ, রেস্টুরেন্ট থেকে বিফ শব্দটি মুছে ফেলার নির্দেশ জারি করেছে রাজ্যটির এক মহকুমা আদালতের বিচারক।
গেল বুধবার (১৩ জুলাই) জারি করা ওই নির্দেশে বলা হয়েছে, আদালতের নির্দেশ অবমাননা করলে দুই হাজার রুপি জরিমানা ছাড়াও ওই হোটেল বা রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল করা হবে। রাজ্যটির সংখ্যালঘু হিন্দুরা এমন সাইনবোর্ডে ক্ষুব্ধ হচ্ছিলেন বলে দাবি করা হয়েছে ওই আদেশে। যদিও রাজ্যটিতে গো মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
অরুণাচল প্রদেশের নাহারলাগুন এলাকার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামু ডাডা তার আদেশে বলেন, হিন্দুদের কাছে গো মাংস নিষিদ্ধ। তারা এই এলাকায় সংখ্যালঘু। এদিকে আদিবাসী, খ্রিস্টানসহ অনেকেই গো মাংস খান। সেখানের সংখ্যালঘুদের একটি অংশ রেড মিট খান না। কিন্তু জায়গায় জায়গায় প্রকাশ্যে এবং সাইনবোর্ডে বিফ শব্দটি লেখা থাকায় হিন্দুরা আহত এবং ক্ষুব্ধ হচ্ছিলেন। এই বিষয়ে একাধিক মৌখিক অভিযোগ পেয়েছি তাই এই নির্দেশ দেওয়া হয়েছে। যদিও গো মাংস খাওয়া নিষিদ্ধ করা হয়নি।
তবে এমন সরকারি নির্দেশে ক্ষোভ এবং বিতর্ক শুরু হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে নিজেদের ক্ষোভ জানিয়েছেন। ওই নির্দেশ প্রত্যাহারের দাবিও তুলেছেন তাঁরা।
রাজ্যটির প্রশাসকরা বলছেন, কাউকে গো মাংস খেতে বা বিক্রি করতে, কিনতে নিষেধ করা হয়নি। হোটেল এবং রেস্তোরাঁগুলি আগের মতো বিফ দিতে পারবে। কিন্তু ‘beef’-র এর মতন শব্দ প্রকাশ্যে লেখা থাকার কারণে কারোর ধর্মীয় বিশ্বাসে আঘাত লাগতে পারে। এটা বিভিন্ন গ্রুপের বা দলের মধ্যে শত্রুতা বাড়াতে পারে।
More Stories
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
এবার কলকাতা উপ-হাইকমিশনে ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ
দিল্লি-আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্য সব ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ।...
