মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ শুক্রবার সৌদি আরব অবতরণ করেছেন। তিনি ইসরাইলের তেল আবিব থেকে সরাসরি লোহিত সাগরীয় নগরী জেদ্দায় অবতরণ করেন। তিনি প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইসরাইলকে স্বীকৃতি না দেয়া একটি রাষ্ট্রে সরাসরি গেলেন ওই দেশ থেকে। তবে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে সৌদি আরব থেকে সরাসরি ইসরাইল গিয়েছিলেন।
জেদ্দার কিং আবদুল আজিজ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান মক্কার আমির প্রিন্স খালিদ আল-ফয়সাল এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর।
হোয়াইট হাউজ জানায়, বাইডেন জেদ্দার রাজপ্রাসাদে বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এরপর প্রেসিডেন্ট ও তার দল প্রাসাদে ক্রাউন প্রিন্স ও সৌদি মন্ত্রীদের একটি দলের সাথে মিলিত হবে।
এই সফরে নিরাপত্তা ও জ্বালানির মতো বিষয়গুলো সবচেয়ে গুরুত্ব পাবে।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই বাইডেনের প্রথম মধ্যপ্রাচ্য সফর। সফরের প্রথম দুই দিন তিনি ইসরাইল ও পশ্চিম তীরে কাটান। ইসরাইলি কর্মকর্তা এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে তিনি বৈঠক করেন।
বাইডেনকে জেদ্দার আস-সালাম প্রাসাদে স্বাগত জানান ক্রাউন প্রিন্স। তারা করমর্দন না করলেও ‘ফিস্ট বাম্প’ করেন।
বাইডেন শনিবার উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকে যোগ দেবেন। এই পরিষদের সদস্যরা হচ্ছেন বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরা। এছাড়া মিসর, ইরাক ও জর্ডানের নেতারাও এতে উপস্থিত থাকবেন।
সৌদি নেতৃত্ব আজ সকালেই ইসরাইলি বিমান চলাচলের জন্য তার আকাশসীমা উন্মুক্ত করে দেয়ার কথা ঘোষণা করে।
সূত্র : আরব নিউজ
More Stories
বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিতে কাজ করবে ভারতীয় আমেরিকানরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালাবে ভারতীয় আমেরিকানরা। বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে...
দায়িত্ব নেয়ার পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার...
হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প
চার বছর পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক নাটকীয় প্রত্যাবর্তনে ডোনাল্ড ট্রাম্প আবারও প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ট্রাম্প ২১০, কমলা ১১৩
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। ইতিমধ্যে কয়েকটি অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমের খবরে। অ্যাসোসিয়েটেড...
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস
ফ্লোরিডায় ট্রাম্প এবং ম্যাসাচুসেটসে জয়ী কমালা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের পর ধীরে ধীরে ফলাফল আসতে শুরু করছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো...
রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মার্কিন গোয়েন্দাদের
রাশিয়াসহ ‘প্রতিপক্ষ’ দেশগুলো বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, তারা নির্বাচন নিয়ে জনগণের আস্থা...