বাংলাদেশী আমেরিকান সোসাইটির উদ্দ্যোগে ২৮ মে ২০২২ লস এঞ্জেলেস প্রবাসী কমিউনিটির জন্য একটি কমিউনিটি সেন্টার নির্মাণের প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহিত হয়েছে।
ইন্ডিয়াস ক্লেপিট রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশী আমেরিকান সোসাইটির নব নির্বাচিত কমিটির অভিষেক পর্বে নির্বাচন কমিশনার টিয়া হাবিব শপথ নামা পাঠ করান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচিত সভাপতি মোহম্মদ সায়েদুল হক সেন্টু। তিনি বলেন, বাংলাদেশী আমেরিকান সোসাইটির একটি মাত্র এজেন্ডা রয়েছে, তা হলো এই লস এঞ্জেলেসে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করা।
উক্ত এজেন্ডাকে কেন্দ্র করে পরবর্তী পর্ব পরিচালনা করেন সংগঠনের এডভাইজরি কমিটির এক্সিকিউটিভ ডিরেক্টর রানা হাসান মাহমুদ। আয়োজিত অনুষ্ঠানে লস এঞ্জেলেস কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষের সমাগম ঘটে। সকলেই কমিউনিটি সেন্টারের প্রয়োজনিয়তা এবং বাস্তবায়নের উপর বিষদ আলোচনা করেন।
সকলে উল্লেখ করেন যে, পদ্ম সেতুর মত অসাধ্য কাজ করা যদি বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব হয় তবে আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে পারলে এই কমিউনিটির জন্য একটি সেন্টার নির্মাণ কোন অসম্ভব বিষয় না।
প্রকল্প নির্মাণের প্রক্রিয়া সরকারি, বেসারকারি ও কর্পোরেট অনুদানের মাধ্যমে সম্ভব, যা নিয়ে রানা মাহমুদ একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সবশেষে সংগঠনের পক্ষ থেকে প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নের উপর কমিউনিটির হ্যাঁ/না মতামত নেওয়া হলে সর্ব সম্মতিক্রমে প্রকল্পের পক্ষে রায় প্রদান করেন। সকালের উদ্দ্যোগে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়ার জন্য সাব কমিটি গঠনের প্রস্তাব গৃহীত হয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
