Read Time:2 Minute, 40 Second

১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর এই মুহূর্তে ভয়াবহ অর্থসঙ্কটে শ্রীলঙ্কা। প্রায় ৫১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক ঋণ মাথায় নিয়ে গত মঙ্গলবার (১২ এপ্রিল) নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এর পর আজ বুধবার দেশটি খাদ্য ও জ্বালানি কেনার জন্য দেশে অর্থ পাঠাতে প্রবাসীদের প্রতি আহব্বান জানিয়েছে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নন্দলাল বীরসিংহে বলেছেন, ‘অতি প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দান করে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশটিকে সমর্থন করার জন্য বিদেশে অবস্থানরত শ্রীলঙ্কানদের প্রয়োজন।’

নন্দনাল আরও বলেছেন, অনুদানের জন্য তিনি যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জার্মানিতে ব্যাংক অ্যাকাউন্ট স্থাপন করেছেন। একই সঙ্গে শ্রীলঙ্কার প্রবাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন যেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে অর্থ ব্যয় করা হবে।

এক বিবৃতিতে নন্দনাল বলেছেন, ‘ব্যাংক আশ্বস্ত করেছে এই ধরনের বৈদেশিক মুদ্রা স্থানান্তর শুধুমাত্র খাদ্য, জ্বালানি এবং ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্র আমদানির জন্য ব্যবহার করা হবে।’

শ্রীলঙ্কার ভরাডুবিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারতশ্রীলঙ্কার ভরাডুবিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত
অস্ট্রেলিয়ায় শ্রীলঙ্কার একজন চিকিৎসক বলেছেন, ‘সাহায্য করতে আমাদের সমস্যা নেই, কিন্তু আমাদের অর্থ নিয়ে আমরা সরকারকে আর বিশ্বাস করতে পারি না।’

কানাডায় শ্রীলঙ্কার একজন সফটওয়ার ইঞ্জিনিয়ার জানান, অনুদানের অর্থ যে প্রয়োজনীয় কাজে সরকার ব্যয় করবে তাতে তার আস্থা নেই।

এদিকে দেশটির সরকারের বিরুদ্ধে জনরোষ ক্রমেই বেড়ে চলেছে। নাগরিকরা দেশটির চলমান সরকারের পদত্যাগ চাচ্ছেন। বিশেষ করে রাজাপাকসে পরিবারের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নিউ ইয়র্কের হামলাকারীকে ধরতে পুলিশের জোর তৎপরতা
Next post নিরাপত্তা বাহিনী নিয়ে মার্কিন রিপোর্টে তথ্য বিভ্রাট হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Close