ইমরান খান সরকারকে পতনের কথিত ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ষড়যন্ত্রের দাবিকে ‘নাটক’ বলে অভিহিত করেছেন।
সোমবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সংসদে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।
শাহবাজ বলেন, ষড়যন্ত্র প্রমাণিত হলে পদত্যাগ করে বাড়ি চলে যাব।
ইমরান খান যে কথিত চিঠিটি ৭ মার্চ পেয়েছেন বলে দাবি করেছেন তা প্রত্যাখ্যান করে শরিফ বলেন, তার দল ৩ মার্চ অনাস্থা প্রস্তাব উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে এবং অন্যান্য বিরোধী দলগুলোর কাছে গেছে।
নতুন প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের সংসদীয় নিরাপত্তা কমিটি চিঠিটির বিষয়ে একটি ইন-ক্যামেরা ব্রিফিংয়ের ব্যবস্থা করবে। ব্রিফিংয়ে সেনাবাহিনী প্রধান, ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) মহাপরিচালক নাদিম আনজুম, পররাষ্ট্র সচিব ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উপস্থিত থাকবেন।
অনাস্থা ভোটের আগে ইমরান খান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে বিরোধী দলগুলোর সহায়তায় তার সরকারকে উৎখাত করার জন্য একটি বিদেশি ষড়যন্ত্র করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (১১ এপ্রিল) বিকেলে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসে। ভোটে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ১৭২ জন সদস্যের সমর্থন লাগে, সেখানে প্রতিনিধি পরিষদে ১৭৪ ভোট পেয়ে শাহবাজ শরিফ নির্বাচিত হন।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
