তামাম দুনিয়ার চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৪তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন তারকারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ২৭ মার্চ রাতে (বাংলাদেশ সময় ২৮ মার্চ সকাল ৭টা) শুরু হয় এই আয়োজন।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমেরিকান তিন অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস। এবারই প্রথম অস্কার মঞ্চে সঞ্চালকের দায়িত্বে ছিলেন তিন জন নারী।
হলিউডে ২০২১ সালের সেরা কাজগুলোকে সম্মান জানানো হয়েছে এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে। ৯৪তম অস্কারে ২৩টি শাখায় পুরস্কার প্রদান করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটির সব ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন।
ওয়াল্ট ডিজনি কোম্পানির মালিকানাধীন এবিসি টেলিভিশন বাংলাদেশসহ ২০০টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করছে এই জমকালো মহাযজ্ঞ। এছাড়া অস্কারের দুটি ওয়েবসাইট, দ্য অ্যাকাডেমি নামের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউটিউবে অস্কারস নামের চ্যানেলে উপভোগ করা গেছে গোটা আয়োজন।
মূল আয়োজন শুরুর আগে ৯০০ ফুট দীর্ঘ লালগালিচায় জৌলুস ছড়িয়েছেন তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান অভিনেত্রী ভ্যানেসা হাজেন্স, অভিনেতা টেরেন্স জে এবং ফ্যাশন ডিজাইনার ব্র্যান্ডন ম্যাক্সওয়েল।
৯৪তম অস্কারের বিজয়ী তালিকা-
সেরা চলচ্চিত্র
কোডা
সেরা অভিনেতা
উইল স্মিথ (কিং রিচার্ড)
সেরা অভিনেত্রী
জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই)
সেরা পার্শ্ব-অভিনেতা
ট্রয় কটসার (কোডা)
সেরা পার্শ্ব-অভিনেত্রী
আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)
সেরা পরিচালক
জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
সেরা মৌলিক চিত্রনাট্য
বেলফাস্ট (কেনেথ ব্রানা)
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য
কোডা (শন হেডার)
সেরা চিত্রগ্রহণ
ডুন (গ্রেগ ফ্রেজার)
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র
ড্রাইভ মাই কার (জাপান)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
এনক্যান্টো (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস)
সেরা প্রামাণ্যচিত্র
সামার অব সৌল (…অর, হোয়েন দ্য রেভোল্যুশন কুড নট বি টেলিভাইসড)
সেরা পোশাক পরিকল্পনা
ক্রুয়েলা (জেনি বেভান)
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
ডুন (পল ল্যাম্বার্ট, ট্রিস্টান মাইলস, ব্রায়ান কনোর, জার্ড নেফজার)
সেরা মৌলিক গান
নো টাইম টু ডাই (বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল, ছবি: নো টাইম টু ডাই)
সেরা মৌলিক আবহ সংগীত
ডুন (হ্যান্স জিমার)
সেরা শিল্প নির্দেশনা
ডুন (প্যাট্রিস ভেরমেট, সুজানা সিপোস)
সেরা শব্দ
ডুন (ম্যাক রুথ, মার্ক ম্যাঞ্জিনি, থিও গ্রিন, ডাগ হেম্ফিল, রন বার্টলেট)
সেরা রূপসজ্জা ও চুলসজ্জা
দ্য আইস অব টেমি ফেই (লিন্ডা ডাউডস, স্টেফানি ইনগ্রাম, জাস্টিন র্যালে)
সেরা চলচ্চিত্র সম্পাদনা
ডুন (জো ওয়াকার)
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
দ্য লং গুডবাই (আনেল কারিয়া, রিজ আহমেদ)
সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
দ্য কুইন অব বাস্কেটবল (বেন প্রাউডফুট)
সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি
দ্য উইন্ডশিল্ড ওয়াইপার (আলবার্তো মিয়েলগো, লিও সানচেজ)
সম্মানসূচক অস্কার
আমেরিকান অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন
অভিনেত্রী-নির্মাতা এলায়েন মে
নরওয়ের অভিনেত্রী-নির্মাতা লিভ আলম্যান
জিন হার্শোল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড
আমেরিকান অভিনেতা ড্যানি গ্লোভার
More Stories
নিজের অবস্থান পরিষ্কার করলেন ফারুকী
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের খ্যাতমান চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই সামাজিক...
খালের ওপর গানের স্কুল, বন্যাকে দেওয়া জমির লিজ বাতিল
[embed]https://www.youtube.com/watch?v=qY2kw8NX6Iw[/embed] রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের ওপর রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র জমির লিজ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার...
খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস আর নেই
খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। পঙ্কজ উদাসের...
অভিনেত্রী থেকে ‘নেত্রী’ হতে চান তারা
কেউ ছোট পর্দায় কাজ করছেন দীর্ঘদিন, আবার কেউ চলচ্চিত্রে লম্বা সময় অভিনয় করে পেয়েছেন কোটি ভক্তের ভালোবাসা। শোবিজের অনেক তারকাই...
ক্যালিফোর্নিয়ায় প্রদর্শিত হলো ‘জাহানারা’ ও ‘রেডিও’ সিনেমা
ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে প্রদর্শিত হলো ‘জাহানারা’ এবং ‘রেডিও’ সিনেমা। গত ১০ ডিসেম্বর সিনেমা দুটি প্রথম শুভ মুক্তি হয়। বারব্যাঙ্ক সাইন্টোলজিতে...
নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো বাঙলা মূকাভিনয় উৎসব
বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে মূক ভাষায় বাঙলার সংস্কৃতি শিরোনামে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শনিবার, সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হলো...