Read Time:2 Minute, 21 Second

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ১৯৭১-এ নির্যাতন ও গণহত্যা চালানোর জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত। শনিবার (২৬ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে পতাকা উত্তোলনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এই গণহত্যার সঙ্গে জড়িত সবাইকে মরণোত্তর বিচারের আওতায় আনা উচিত, যাতে পাকিস্তানের নতুন প্রজন্মের কাছে পূর্বপুরুষের অপরাধের বোঝা কমে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তানের গণহত্যাকে আন্তর্জাতিক মহলে তুলে ধরতে ভবিষ্যতে সফররত বিদেশি অতিথিদের বধ্যভূমি পরিদর্শন করিয়ে স্বাক্ষর গ্রহণে বাংলাদেশের পরিকল্পনা রয়েছে।

এদিন জাতিসংঘে ইউক্রেনের পক্ষে ভোটদান প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এতে রাশিয়া ক্ষোভ প্রকাশের কারণ নেই। মানবিক কারণেই বাংলাদেশ এবার জাতিসংঘে ইউক্রেনের তোলা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

২৫ মার্চের কালরাতে পাকিস্তানের শুরু করা গণহত্যা ও নির্যাতন চলতে থাকে দীর্ঘ ৯ মাস। বীর বাঙালি ১৬ ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনলে ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী সব অপরাধ ঘটানো ৯৩ হাজার পাক সেনা আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে।

এই বিপুলসংখ্যক সৈন্যকে ফিরিয়ে নিতে ১৯৭২ সালের ২ জুলাই সিমলা চুক্তিতে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। চুক্তিতে উল্লেখ আছে, দেশে ফেরানোর পর এই সৈন্যদের মানবতাবিরোধী অপরাধের শাস্তি দেওয়া হবে। অথচ ৫০ বছরেও সেই শাস্তি কার্যকরে কোনো পদক্ষেপ নেয়নি পাকিস্তান সরকার।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post স্বাধীনতা দিবসে “লস এঞ্জেলেস প্রবাহ”র আনুষ্ঠানিক উদ্ভোধন
Next post জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা
Close