ইউক্রেনে সামরিক অভিযানকে ‘যুদ্ধাপরাধের’ তকমা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে একটি প্রস্তাবে সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস।
ওই প্রস্তাবের প্রস্তাবক রিপাবলিকান দলীয় সিনেটর লিনজি গ্রাহাম। তিনি বলেন, পুতিনের নির্দেশে রুশ বাহিনী মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে।
তিনি আরও বলেন, ‘আমার জন্য পরবর্তী পদক্ষেপ হবে আমাদের ব্রিটিশ মিত্র ও অন্যদের সঙ্গে কাজ করে একটি গোয়েন্দা চক্র গড়ে তোলা, যারা যুদ্ধাপরাধে জড়িত রাশিয়ার সরকারি সামরিক ইউনিটগুলো ও তাদের কমান্ডারদের নাম জানাবে।’
বিবিসি জানায়, মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে পুতিনকে নিন্দা জানানোর প্রস্তাবের পক্ষে দুই দলের সিনেটররা একযোগে ভোট দেন।
এ ছাড়া প্রস্তাবে পুতিনের ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্তের বৈধতা তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানানো হয়।
আরেক সিনেটর চক শুমার বলেন, ইউক্রেনের জনগণের ওপর নৃশংসতার অবশ্যই ‘যুদ্ধাপরাধের’ অভিযোগে পুতিন ও তার সরকারের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।
এর আগে গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর নৃশংসতা ও একটি মাতৃত্বকালীন হাসপাতালে বোমা হামলার ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত শুরুর আহ্বান জানিয়েছিলেন।
জাতিসংঘের মতে, গত ১৪ মার্চ পর্যন্ত রুশ হামলায় কমপক্ষে ৬৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬টি শিশু রয়েছে।
More Stories
ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান সৌদির
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন তারা। শুক্রবার...
বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক
স্টারলিংক টেলিকমের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরবর্তী কার্যক্রম হিসেবে (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে...
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার...
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ১৬০০
মিয়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪০৮ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন...
চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত...
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ১৪৪ জনের মৃত্যু
মিয়ানমারে শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৩০ জন। শুক্রবার (২৮ মার্চ)...