Read Time:2 Minute, 30 Second

ইউক্রেনে সামরিক অভিযানকে ‘যুদ্ধাপরাধের’ তকমা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত করতে একটি প্রস্তাবে সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস।

ওই প্রস্তাবের প্রস্তাবক রিপাবলিকান দলীয় সিনেটর লিনজি গ্রাহাম। তিনি বলেন, পুতিনের নির্দেশে রুশ বাহিনী মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে।

তিনি আরও বলেন, ‘আমার জন্য পরবর্তী পদক্ষেপ হবে আমাদের ব্রিটিশ মিত্র ও অন্যদের সঙ্গে কাজ করে একটি গোয়েন্দা চক্র গড়ে তোলা, যারা যুদ্ধাপরাধে জড়িত রাশিয়ার সরকারি সামরিক ইউনিটগুলো ও তাদের কমান্ডারদের নাম জানাবে।’

বিবিসি জানায়, মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে পুতিনকে নিন্দা জানানোর প্রস্তাবের পক্ষে দুই দলের সিনেটররা একযোগে ভোট দেন।

এ ছাড়া প্রস্তাবে পুতিনের ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্তের বৈধতা তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি আহ্বান জানানো হয়।

আরেক সিনেটর চক শুমার বলেন, ইউক্রেনের জনগণের ওপর নৃশংসতার অবশ্যই ‘যুদ্ধাপরাধের’ অভিযোগে পুতিন ও তার সরকারের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।

এর আগে গত সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর নৃশংসতা ও একটি মাতৃত্বকালীন হাসপাতালে বোমা হামলার ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত শুরুর আহ্বান জানিয়েছিলেন।

জাতিসংঘের মতে, গত ১৪ মার্চ পর্যন্ত রুশ হামলায় কমপক্ষে ৬৩৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬টি শিশু রয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাস করি: প্রধানমন্ত্রী
Next post খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়ল
Close