Read Time:2 Minute, 19 Second

রাশিয়া-ইউক্রেন চলমান সংকটে ক্রিমিয়া, দোনেস্কো ও লুগানস্ককে ইউক্রেনের স্বীকৃতি দেওয়া এবং ন্যাটোতে যোগ না দেওয়াকেই একমাত্র সমাধান বলে জানিয়েছে মস্কো। তবে এমন দাবি নাকচ করে দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি বলেছেন, পুতিনের সঙ্গে আলোচনাতেই কেবল সমাধানের পথ খুলতে পারে। খবর রাশিয়ান সংবাদ সংস্থা তাস’র।

মঙ্গলবার (৮ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম এবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোতে যোগাদানে অস্বীকৃতি এবং ক্রিমিয়া, দোনেস্কো ও লুগানস্ককে ইউক্রেনের স্বীকৃতি দেওয়ার রুশ দাবির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে ভলদোমির জেলেনস্কি বলেন, আমরা আল্টিমেটাম শুনতে রাজি নই৷ তবে এই মুহুর্তে আমাদের কাছে সম্ভব্য কিছু সমাধান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এমন উদ্যোগ নিতে হবে যাতে করে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনায় বসা যায়।’

ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসাবে স্বীকৃতি দেওয়া এবং রুশ স্বঘোষিত স্বাধীন দোনেস্কো ও লুগানস্ককে স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এটি তাদের জন্য আরও কঠিন।’

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এক ভাষণে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, ডনবাস প্রজাতন্ত্রের নেতাদের অনুরোধে ইউক্রেনে একটি বিশেষ সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে দেশটির কোনো অঞ্চল দখলের কোনো পরিকল্পনা তার নেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post দুবাইয়ে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী
Next post রাশিয়ার আগ্রাসন নিয়ে ইউক্রেনের ফার্স্ট লেডির খোলা চিঠি
Close