Read Time:1 Minute, 47 Second

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর সম্প্রসারণের বিরোধিতা করতে এক জোট হয়েছে চীন ও রাশিয়া। এমন সময় এই জোট গঠন হলো যখন ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা বেড়েই চলেছে। শুক্রবার মস্কো ও বেইজিং এক যৌথ বিবৃতিতে এই জোট গঠনের কথা জানিয়েছে।

শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার বেইজিং সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানেই জোটের ভবিষ্যত নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন পুতিন।

যৌথ বিবৃতিতে মস্কো বলেছে, তারা তাইওয়ানের বিষয়ে চীনের অবস্থানকে সমর্থন করে ও এর স্বাধীনতার বিরোধিতা করে। পুতিন ও জিনপিংয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়েছে।

এতে, ন্যাটোকে শীতল যুদ্ধের মতাদর্শকে সমর্থন করার জন্য অভিযুক্ত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মধ্যে অকাস নিরাপত্তা চুক্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে। তবে এতে ইউক্রেন নিয়ে পশ্চিমা জোটের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বা বিরোধিতার কোনো প্রসঙ্গ উল্লেখ করা হয়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসনের উপদেষ্টাদের মধ্যে পদত্যাগের হিড়িক
Next post বাংলা একাডেমিতে যোগ দিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন
Close