লেবাননে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটের কারণে প্রবাসী বাংলাদেশিরা সীমাহীন কষ্টে আছে। তাদের অধিকাংশের খাদ্য, ওষুধ, চিকিৎসা ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়েছে ৪ শতাধিক প্রবাসী বাংলাদেশি।
লেবাননের জল সীমানায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী ও বৈরুত দূতাবাস যৌথভাবে এই চিকিৎসা সেবা প্রদান করে।
রবিবার বৈরুতের আল ক্লাসিকো স্টেডিয়ামে এই চিকিৎসা সেবার উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন লেবানন ইউনিফিলে যুক্ত বানৌজা সংগ্রাম’র ক্যাপ্টেন এম জাহিদ হোসেন ও বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আবদুল্লাহ আল মামুন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেবানন ইউনিফিল-এ নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টিম এই সেবা প্রদান করে।
রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশিরা এখানে অনেক কষ্টে আছে।
তাদের স্বার্থে আমরা নিয়মিত এই ক্যাম্পের আয়োজন করব। তিনি সকল বাংলাদেশি প্রবাসীদের ভ্যাকসিন নিতে অনুরোধ জানান।
ক্যাপ্টেন এম জাহিদ হোসেন বলেন, প্রতি ২ মাসে আমরা অন্তত একবার হলেও সাধারণ প্রবাসীদের এই সেবা প্রদান করব। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ওষুধ মজুদ রয়েছে।
সার্জন লেফটেন্যান্ট সাইয়েদ গালিব বলেন, লেবাননে চিকিৎসা সেবা খুবই ব্যয়বহুল। তাই লেবানন প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসা সেবা দিতে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।
শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসা সেবা নিতে আসা বাংলাদেশিরা দূতাবাস ও বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল টিমের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, লেবাননের সংকটময় মুহূর্তে এই সেবা আমাদের জন্য খুবই উপকারী।
উল্লেখ্য, লেবাননে অর্থনৈতিক সংকটের কারণে স্বাস্থ্যখাতে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। অর্থ দিয়েও ফার্মেসিগুলোতে চাহিদা মতো প্রয়োজনীয় ওষুধ পাচ্ছে না বাংলাদেশিরা।
More Stories
ষোল বছর ধরে চলে আসা বিএনপি’র রাজপথের আন্দোলনের সফল সমাপ্তি টেনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ফজলুল হক মিলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়...
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...