বরিশালে সংবর্ধনা আর ভালবাসায় সিক্ত হয়েছেন সাংবাদিক লস্কর আল মামুন। জাতীয় দৈনিক সমকাল ও সময় টেলিভিশনের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি লস্কর আল মামুন তার জন্মস্থান বরিশাল গেলে তাকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানায় বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।
শনিবার সন্ধ্যায় বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়। সাংবাদিক লস্কর আল মামুন বানারীপাড়া প্রেসক্লাবের দু’বারের সভাপতি ছিলেন। পরদিন রোববার সন্ধ্যায় বানারীপাড়া পৌরসভায় তাকে সংবর্ধনা দেয়া হয়। মেয়র অফিস কার্যালয়ে অনুস্ঠিত সংবর্ধনা সভায় মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল, সচিব শাহীন আক্তার সহ অন্যরা বক্তৃতা করেন। সোমবার বানারীপাড়া বালিকা বিদ্যালয়, পুলিশ প্রশাসন, বরিশাল প্রেসক্লাব সাধারন সম্পাদক, বরিশালের দৈনিক মতবাদ, দখিনের হাওয়ার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়।
বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল। বিশেষ অতিথি ছিলেন, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম মোস্তফা সরদার, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু প্রমুখ। প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় সংবর্ধিত সাংবাদিক লস্কর আল মামুন তার আবেগঘন বক্তৃতায় বলেন, আমি প্রবাসী নই আমার কর্মক্ষেত্র যুক্তরাষ্ট্র হলেও জন্মভূমির মাটি ও মানুষের মাঝে আমার নিঃশ্বাস-বিশ্বাস, আত্মা ও অস্তিত্ব। দৈহিক ভাবে আমি সেখানে থাকলেও আত্মিকভাবে আমি এখানে থাকি। মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বির্নিমান ও আলোকিত বানারীপাড়া গড়তে আমিও একজন স্বপ্ন সারথী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েস,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন ও প্রভাষক মামুন আহমেদ, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি সুমম রায় সুমন, প্রেসক্লারের সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক ও আ. রহিম মাল, সড়ক ও জনপথের (সওজ) সাবেক কার্য্য সহকারি ইউসুফ আলী, ব্যাংকার জাহাঙ্গির আলম দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুলতান সিকদার, প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপন, সহ-সভাপতি ইলিয়াস শেখ, জাহিন মাহমুদ, স্বপন মাঝী ও সরদার নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত ও মাইদুল ইসলাম শফিক, সহ সম্পাদক নাহিদ সরদার, সদস্য মাহফুজুল হক মাসুম প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত সাংবাদিক লস্কর আল মামুনকে সম্মাননা ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
More Stories
ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে। দেশের দু-একটি দল...
ষোল বছর ধরে চলে আসা বিএনপি’র রাজপথের আন্দোলনের সফল সমাপ্তি টেনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ফজলুল হক মিলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়...
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...