Read Time:2 Minute, 7 Second

ব্রিটেনের ল্যাঙ্কাস্টারে ঘরে ঢুকে নারীকে ধর্ষণচেষ্টার পর ডিএনএ টেস্টের মাধ্যমে এক বাংলাদেশি যুবককে জেল দিয়েছেন প্রিস্টন ক্রাউন আদালত। এই যুবকের নাম মামুন আহমেদ (৩৩)। তাকে যৌন হয়রানির অভিযোগে ৪ বছর ৪ মাস জেল দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামুন আহমেদ চলতি বছর অক্টোবর মাসে ল্যাঙ্কাস্টারে সেন্ট জর্জ কোয়ে এলাকার একটি বাড়ির জানালা ভেঙে ঘরে প্রবেশ করেন। প্রথমে মামুন আহমেদ সেই বাড়ির মোবাইল ফোন চুরি করেন। এরপর তিনি ভুক্তভোগী নারীর শোয়ার ঘরে প্রবেশ করেন।

তদন্তকারী পুলিশের কাছে ভুক্তভোগী নারী জানান, তিনি গভীর ঘুমে ছিলেন। একসময় তিনি টের পেলেন তার বিছানায় কেউ একজন আছেন এবং তাকে ধর্ষণ করার চেষ্টা করছেন। এরপর এই নারী চিৎকার করলে তার পাশের রুমের মানুষ সেই রুমে আসেন। তখন মামুন আহমেদের সঙ্গে তার ধস্তাধস্তি হয় এবং সেখান থেকে অপরাধী পালিয়ে যান। ধস্তাধস্তি থেকে ঝরা রক্ত থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মামুনকে শনাক্ত করা হয়।
কোর্ট বলেছেন, ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী ঘটনার পর যখন তারা মামুন আহমদকে খুঁজে বের করেন তখন তিনি একই জ্যাকেট পরা ছিলেন, যা ভুক্তভোগী নারী বণানা করেছিলেন।

ঘটনার শিকার নারী বলেছেন, ‘সেই দিন রাতের ঘটনা তার জন্য ভোলা এত সহজ নয়’। তবে অপরাধীর শাস্তি হওয়ায় কোর্টকে ধন্যবাদ জানান তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post খালেদা জিয়াকে নারী মুক্তিযোদ্ধা আখ্যায়িত করা আষাঢ়ে গল্পের মতো: কাদের
Next post মালয়েশিয়ায় যেতে আর্থিক লেনদেন না করার অনুরোধ
Close