Read Time:1 Minute, 43 Second

বাংলাদেশে কানাডার নতুন হাইকমিশনার লিলি নিকলস’র নাম ঘোষণা করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলেনি জলি।

শুক্রবার ( ২৪ ডিসেম্বর) তিনি তার নিয়োগের কথা জানান।

লিলি নিকলস একজন কূটনীতিক। তিনি বর্তমান হাইকমিশনার বেনেট প্রফন্টে’র স্থলাভিষিক্ত হবেন। লিলি নিকলস বর্তমানে ভারতের ব্যাঙ্গালুরুতে অবস্থিত কানাডীয় মিশনের কনস্যুল জেনারেল পদে কর্মরত আছেন। ৩০ বছরের আর্ন্তজাতিক অভিজ্ঞতাসম্পন্ন এই কূটনীতিক দীর্ঘদিন জাতিসংঘের অর্থনীতিবিদ হিসেবে সেন্ট্রাল আমেরিকা এবং নিউ ইয়র্কে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৯ সালে জেষ্ঠ্য অর্থনীতিবিদ হিসেবে কানাডার আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থায় (সিডা) যোগ দেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি সিডা’র সিনিয়র এনালিস্ট পদে, ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত কানাডার পক্ষে কিউবায় প্রধান উন্নয়ন কর্মকর্তার পদে, ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত আফগানিস্তান-পাকিস্তান টাস্কফোর্সের পরিকল্পনা পরিচালক পদে এবং ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাংলাদেশসহ ৩২ দেশ থেকে ৭০ হাজার শ্রমিক নেবে ইতালি
Next post লঞ্চে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৪১
Close