বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি আর ভারত-বাংলাদেশ মৈত্রীর সুবর্ণজয়ন্তীতে বৃহস্পতিবার কলকাতায় উদ্বোধন হলো বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রের। ভারতীয় সময় বেলা ১১টায় এই কেন্দ্রের ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এ ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করে মন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আজ বাংলাদেশের বিজয়ের সুবর্ণ এবং বাংলাদেশ–ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তির এই মাহেন্দ্রক্ষণে কলকাতায় বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত। এই স্টোরের উদ্বোধনের মধ্য দিয়ে ভারতীয় নাগরিকগণ আমাদের উন্নত ভিসা পরিষেবা পাবেন, যা আমাদের দীর্ঘদিনের একটি প্রচেষ্টা ছিল। আমি এই বাংলাদেশ ভিসা সেন্টার স্থাপনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
কলকাতার সল্টলেকের সেক্টর ফাইভের সিপি ব্লকের ১৫ নম্বর বাড়িতে এ ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করা হয়। ১৩ হাজার বর্গফুটের এ ভিসা আবেদন কেন্দ্রে প্রতিদিন ৫০০ ভিসাপ্রার্থীর আবেদন গ্রহণ করা যাবে।
কলকাতায় বাংলাদেশের ভিসাপ্রার্থীদের দীর্ঘদিনের এ দাবি আজ বাংলাদেশের বিজয় দিবসের দিনে পূরণ হলো। কলকাতায় এত দিন বাংলাদেশ উপহাইকমিশন থেকে ভিসার কার্যক্রম পরিচালিত হতো।
বিশাল এ আবেদন কেন্দ্রে ভিসার আবেদন ও বিতরণের জন্য ১০টি কাউন্টার থাকছে। সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করা হবে। আর ভিসা বিতরণ করা হবে বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। ভিসার আবেদন গ্রহণ করা হবে কোভিডবিধি মেনেই।
ভিসা আবেদন কেন্দ্রে একযোগে ৫০০ আবেদনকারীর বসার ব্যবস্থা থাকছে। থাকবে এখানে ফ্রি ওয়াই–ফাই। ক্যাফেটরিয়া, নামাজের কক্ষও আছে। আরও থাকছে বাংলাদেশের সোনালী ব্যাংকের একটি কাউন্টারও। ওই কাউন্টারে ভিসা ফি গ্রহণ করার ব্যবস্থা থাকবে। বাংলাদেশ যেতে ভিসা ফি দিতে হবে ৮২৬ রুপি।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
