কাজী মশহুরুল হুদা
নিঃসন্দেহে লিটল বাংলা আমেরিকার বুকে মাইলস্টোন। পৃথিবীর আর কোথাও প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে এমন ঘটনা ঘটেনি। যা বাংলাদেশের ইতিহাসে বিরল। সম্ভবত আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের দ্বারাই এটি সম্ভব হয়েছে। বিশেষ করে লস এঞ্জেলেসে। লিটল বাংলাদেশ লস এঞ্জেলেসের সর্বকনিষ্ঠ কমিউনিটি। ইতিপূর্বে এই ভূমিতে অন্যান্য কমিউনিটি তাদের অবস্থান তুলে ধরেছে। আমি আমার ‘লিটল বাংলাদেশ আমেরিকার বুকে মাইলস্টোন’ গ্রন্থে লিটল বাংলাদেশ গড়ে ওঠার সাথে এখানকার অন্যান্য কমিউনিটির বর্ণনা উপস্থাপন করার চেষ্টা করেছি। যাতে লিটল বাংলাদেশের গুরুত্ব পাঠকের বুঝতে সহজ হয়।
লিটল বাংলাদেশ ভ্রুণ থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত সব ঘটনার রাজ সাক্ষি আমি। অতএব, এসব যে একদিন ইতিহাস হবে তা উপলব্ধি করেছি। নতুন প্রজন্মের কথা মাথায় রেখে বাংলাদেশের ইতিহাসও তুলে ধরেছি এই গ্রন্থে। ঘটনা বিন্যাসে কোন পক্ষপাতিত্ব নেই। কারও অনুরোধের ঢেকি গেলার প্রমাণও নেই এই গ্রন্থে। যা সত্য তাই লেখা হয়েছে।
নিজ অর্থায়নে প্রথম প্রকাশিত হয়েছে গ্রন্থটি।
ইতিমধ্যে গন্থটির দ্বিতীয় সংস্করণের কাজ শুরু হয়েছে। যা ইংরেজীতে অনুবাদ করে প্রকাশিত হবে। সেখানে যদি কোন তথ্য বাদ পড়ে গিয়ে থাকে তা সংশোধন ও সংযোজন করা হবে।
দ্বিতীয় সংস্করণ আমাজন পাবলিকেশনের
মাধ্যমে প্রকাশের ইচ্ছে রয়েছে। যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ইচ্ছে করলেই লিটল বাংলাদেশ সম্পর্কে জানতে পারে বা গবেষণা করতে পারে। আমাদের আরও ইচ্ছে রয়েছে গ্রন্থটি লস এঞ্জেলেস পাবলিক লাইব্রেরী ও ইউনিফাইড স্কুল ডিস্ট্রিকের লাইব্রেরীতে সংরক্ষণের ব্যবস্থা করা।
‘লিটল বাংলাদেশ আমেরিকার বুকে মাইলস্টোন’ গ্রন্থটি ২০২০ সালের একুশে বই মেলায় প্রকাশিত হয় এবং বর্তমান বাংলা একাডেমীর মহা পরিচালক মুহম্মদ নূরুল হুদা এর মোড়ক উন্মোচন করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন- বন্ধু জাহান হাসান এবং এম কে জামান। এরপরই শুরু হয় করোনা মহামারি। ফলে আমেরিকার বুকে গ্রন্থটির প্রকাশনা উৎসব করা হয়নি। যার ফলশ্রুতিতে আসছে ১১ ডিসেম্বরে আমার জন্মলগ্নে এই উৎসব করা হবে।
এই উৎসবে লস এঞ্জেলেসে বসবাসরত সকল প্রবাসী কমিউনিটিকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার আবেদন জানাচ্ছি। বিশেষ করে যারা সকল প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। কৃতজ্ঞতা ও ধন্যবাদে যাদের উল্লেখ করেছি তারাতো অবশ্যই থাকবেন বলে আশা রাখি।
১১ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ একাডেমীর মিলনায়তনে এই আয়োজনটি হবে। কোন প্রধান অতিথি বা বিশেষ অতিথি থাকবেন না। কারণ উপস্থিত আপনারাই হবেন গ্রন্থ প্রকাশনীর প্রধান অতিথি।
পরিশেষে বিনীত নিবেদন- করোনার কারণে সব বই বাংলাদেশ থেকে আনা সম্ভব হয়নি। যদি কোন স্বজন ঢাকা থেকে বইগুলো আনার ব্যাপারে সহযোগিতা করতে চান কৃতজ্ঞ থাকবো।
এ জন্য যোগাযোগ- quazihuda12@gmail.com, 213-590-1554
More Stories
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে সিয়াম...
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...